Kargil Drass Winter Carnival 2024: DRAS উইন্টার কার্নিভাল পালন সেনার, কার্গিলে উৎসবের মেজাজ
Kargil Drass Winter Carnival 2024: DRAS উইন্টার কার্নিভাল পালন সেনার, কার্গিলে উৎসবের মেজাজ
- কার্গিল,
- 06 Feb 2024,
- Updated 7:49 PM IST
কার্গিলে DRAS উইন্টার কার্নিভাল পালিত হল। জশন-ই-ফতেহ নামে পরিচিত। বিশ্বনাথন স্টেডিয়ামে (পুরাতন পোলো গ্রাউন্ড), ভারতীয় সেনা এর আয়োজন করে। বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবসতিপূর্ণ অঞ্চলে এই অনুষ্ঠানটিতে অংশ নেয় এলাকার বাসিন্দারা।