scorecardresearch
 
Advertisement

Gujarat news: হাইস্পিড ট্রেনের জন্য নির্মীয়মাণ ব্রিজ হুমুড়িয়ে ভেঙে পড়ল, দেখুন

Gujarat news: হাইস্পিড ট্রেনের জন্য নির্মীয়মাণ ব্রিজ হুমুড়িয়ে ভেঙে পড়ল, দেখুন

বন্দে ভারতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরেক স্বপ্নের প্রকল্প বুলেট ট্রেন। জাপানের হাইস্পিড ট্রেনের ধাঁচে দেশেও এই হাইস্পিড বুলেট ট্রেনের জন্য প্রয়োজন বিশেষ ট্র্যাক। সেই ট্র্যাক তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে দেশের কয়েকটি রুটে। এবার সেই বুলেট ট্রেন চলাচলের জন্য একটি নির্মীয়মাণ সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। মঙ্গলবার, পাঁচই নভেম্বর বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, এই নির্মীয়মাণ ব্রিজের তলায় চাপা পড়ে গিয়েছেন অন্তত চার জন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও প্রশাসনের তরফে এই কোনও মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় পুলিশ, দমকল থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজও শুরু হয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের আনন্দে। জানা গিয়েছে আমেদাবাদ-মুম্বই রুটের একটি বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে এদিন। আনন্দের ভাসাড় এলাকায় এই ব্রিজ তৈরির কাজ চলছিল। সেই সময় ওই সেতুর নিচে ছিলেন চারজন। তাঁরা সকলেই চাপা পড়ে যান বলে খবর। যদিও দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর অস্বীকার করেছে এই ব্রিজ তৈরির দায়িত্বে থাকা ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড। কিন্তু ধ্বংস্তূপে চাপা পড়ে যাওয়া চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানান এক আধিকারিক। যদিও এই ঘটনার পরই ওই নির্মীয়মাণ সেতু যে সামগ্রী দিয়ে তৈরি হচ্ছেল তাঁর গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে।

Three workmen dead, one injured at bullet train project site in Gujarat

TAGS:
Advertisement