আদানি ইস্যুতে প্রতিদিনই সংসদ চত্বরে প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস। অথচ জোটে থেকেও কংগ্রেসের সঙ্গে এই প্রতিবাদে দেখা যাচ্ছে না তৃণমূলকে। এব্যাপারে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বিজেপি এবং কংগ্রেস সংসদ চালাতে চায় না। আমরা হাউস চালাতে চাই এবং পশ্চিমবঙ্গে অনেক সমস্যা রয়েছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে তহবিল দিচ্ছে না। প্রধানমন্ত্রী মোদীর বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম করেন তিনি।