scorecardresearch
 
Advertisement

Holi Gulal Gota: হোলির আগে জয়পুরে 'গুলাল গোটা'র প্রস্তুতি তুঙ্গে, জানেন এটা কী?

Holi Gulal Gota: হোলির আগে জয়পুরে 'গুলাল গোটা'র প্রস্তুতি তুঙ্গে, জানেন এটা কী?

সামনেই আসছে রঙের উৎসব হোলি। আর এই হোলিতেই লাগে গুলাল গোটা। আর সেগুলি তৈরি করতে ব্যস্ত রাজস্থানের এক মুসলিম পরিবার। কারিগর আওয়াজ মোহাম্মদ বলেন, "গুলালের গোটা প্রাকৃতিক লাক্ষার খোসা দিয়ে তৈরি করা হয় যার প্রতিটির ওজন ৫ থেকে ৬ গ্রাম, যা পরে প্রাকৃতিক রঙে ভরা হয় এবং 'অ্যারোট' দিয়ে সিল করা হয় গোটার মোট ওজন ২১ থেকে ২২ গ্রাম। ঐতিহ্যগতভাবে এটি তৈরি করা হয়। রাজপরিবার, এই কারুকাজটি সাত প্রজন্মের আগের এবং গুলাল গোটার প্রথম ব্যাচ প্রতি বছর বৃন্দাবনে পাঠানো হয়।"

Advertisement