scorecardresearch
 
Advertisement

Narendra Modi: 'তুলসী ভাই,' WHO প্রধানের নয়া নাম দিলেন মোদী

Narendra Modi: 'তুলসী ভাই,' WHO প্রধানের নয়া নাম দিলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতের গান্ধীনগরে তিন দিনের গ্লোবাল আয়ুষ এবং ইনোভেশন সামিটের উদ্বোধন করেছেন। এই সময় প্রধানমন্ত্রী মোদী গুজরাতি ভাষায় WHO-র পরিচালক ডঃ টেড্রোসের নামও দেন। প্রধানমন্ত্রী মজা করে বলেন, WHO-এর পরিচালক ডঃ টেড্রোস আমার খুব ভালো বন্ধু। তিনি আমাকে বলছিলেন যে তিনি ভারতের শিক্ষক দ্বারা শিক্ষালাভ করেন। আজ ডঃ টেড্রোস বলছিলেন যে,  আমি নিশ্চিতগুজরাতি হয়ে গেছি। আমাকে কিছু গুজরাতি  নাম দাও, আজ থেকে আমি আমার বন্ধুর নাম রাখছি  'তুলসী ভাই'।

PM Narendra Modi gives new gujarati name to the WHO chief tedros adhanom ghebreyesus

Advertisement