scorecardresearch
 
Advertisement

PM Modi's primary school: সেজে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাথমিক স্কুল, সারা দেশের প্রায় 750 জেলা থেকে দুজন করে পড়ুয়াকে নিয়ে এই স্কুলেই চলবে সাত দিনের স্টাডি ক্যাম্প

PM Modi's primary school: সেজে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাথমিক স্কুল, সারা দেশের প্রায় 750 জেলা থেকে দুজন করে পড়ুয়াকে নিয়ে এই স্কুলেই চলবে সাত দিনের স্টাডি ক্যাম্প

সেজে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাথমিক স্কুল। গুজরাটের ভদনগরে এই প্রাথমিক স্কুলেই ছেলেবেলায় পড়াশোনা করেছিলেন প্রধানমন্ত্রী। সারা দেশের প্রায় 750 জেলা থেকে দুজন করে পড়ুয়াকে নিয়ে এই স্কুলেই চলবে সাত দিনের স্টাডি ক্যাম্প। সারা দেশের এতগুলি জেলা থেকে পড়ুয়ারা যাবে মোদির স্কুলে। যেন কোনও তীর্থযাত্রায় শামিল হচ্ছেন দেশের কচিকাচারা। রীতিমতো সাজোসাজো রব চারদিকে। এক একটি ট্রিপে 30 জন করে পড়ুয়া আনা হবে। চলছে পড়ুয়া নির্বাচনের কাজ। 7 দিনের স্টাডি ক্যাম্পে বিভিন্ন বিষয় রাখা হয়েছে পড়ুয়াদের জন্য। সর্দার বল্লভ ভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশের স্বাধীনতা সংগ্রামীদের জীবনী ও কর্মকাণ্ড দেখানো হবে পড়ুয়াদের। একইসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, অটলবিহারী বাজপেয়ীর বিভিন্ন সময়ের বক্তব্য শোনানোর ব্যবস্থা করা হয়েছে। সবকিছুর জন্য ডিজিটাল মাধ্যমকেই বেছে নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এই ধরনের স্টাডি ক্যাম্পের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পড়ুয়ারা একে অন্যের সঙ্গে মত বিনিময়ের সুযোগ পাবে। এছাড়া এক একটি জেলা থেকে পছন্দের খাবার বানানোর জন্য বলা হবে পড়ুয়াদের। এই সাত দিনের স্টাডি ক্যাম্পে থাকা, খাওয়া এবং নির্বাচিত পড়ুয়াদের নিয়ে যাওয়ার সব খরচই বহন করবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। উল্লেখ্য, 2018 সালে ভদনগরে মোদির এই প্রাথমিক স্কুলকে হেরিটেজ ঘোষণা করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। স্কুল-সহ এই এলাকার ভোলবদলে গিয়েছে গত কয়েকবছর ধরে। এই এলাকার অবশ্য ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এই এলাকাতে প্রথমবার ঐতিহাসিক নির্দশন খুঁজে পেতে খননকার্য শুরু হয় 1960 সালে।

Two students from every district in India to take study tour of PM Modi's primary school.

Advertisement