বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বুধবার সংসদে আসার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে একটি জাতীয় পতাকা ও গোলাপ দিতে যান। কংগ্রেস সাংসদরা বুধবার সংসদ চত্বরে আদানি ইস্যুতে গোলাপ এবং জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ করেছিলেন। সংসদ চত্বরে এক অভিনব প্রতিবাদ করেন কংগ্রেস সাংসদরা। তারা এনডিএ সাংসদদের গোলাপ ফুল ও তিরঙ্গা দিচ্ছেন।