scorecardresearch
 
Advertisement

Medicines Via Drones: ড্রোনে করে ২৮ মিনিটে রোগীর জন্য এল ওষুধ, কোথায়? জানুন

Medicines Via Drones: ড্রোনে করে ২৮ মিনিটে রোগীর জন্য এল ওষুধ, কোথায়? জানুন

যক্ষ্মা রোগীদের জন্য AIIMS ঋষিকেশ থেকে ড্রোনের মাধ্যমে নিয়ে আসা হয়। উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়ালের জেলা হাসপাতালে ওষুধের কিছু নমুনা পাঠানো হয়। মাত্র ২৮ মিনিটে ড্রোনের মাধ্যমে এই পরিষেবা পাওয়া গেছে। ফের সেখান থেকে ওষুধের কিছু নমুনা নিয়ে AIIMS ঋষিকেশে পাঠানো হয়। জরুরি ওষুধের জন্য এই ড্রোন সার্ভিস খুবই প্রয়োজন বলে জানান হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান দময়ন্তী দরবাল।

Advertisement