প্রথমবার ভিডিও ফুটেজ মিলল উত্তরকাশীতে টানেলে আটকে পড়া শ্রমিকদের। উত্তরাখণ্ডের সুড়ঙ্গে ধসের কারণে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে গত ১০ দিন ধরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সোমবার বড় সাফল্য পেয়েছেন উদ্ধারকারীরা। শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ডাল ও খিচুড়ি পাঠানো হয়েছে। ৬ ইঞ্চি চওড়া পাইপের মাধ্যমে বোতলে ভরে শ্রমিকদের কাছে খাবার পাঠানো হয়। সিসিটিভি-র মাধ্যমে টানেলে আটকে থাকা শ্রমিকরা কেমন আছেন, তাতে নজর রাখা হবে। উদ্ধারকার্যে জড়িত জড়িত আধিকারিকরা ওয়াকিটকির মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।