উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের উদ্ধারকাজে নেমে শনিবার, ২৫ নভেম্বর ফের বাধার মুখে পড়েন উদ্ধারকারীরা। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজে মূল ভরসা অগার মেশিনটি ভেঙেচুড়ে যাওয়ায় ব্যাহত হয়েছে উদ্ধারকাজ। যদিও এক্ষেত্রে প্ল্যান বি-র উপরেই জোর দিচ্ছেন উদ্ধারকারীরা। ঠিক হয়েছে এবূার ম্যানুয়াল ড্রিলিং করে চালিয়েস যাওয়া হবে উদ্ধারকাজ। যদিও এই কাজে সময় আগের চাইতে বেশি লাগবে এটা বলাই যায়। ম্যানুয়াল ড্রিলিং-এর অর্থ হল মেশিন ছাড়া হাতে করে পাথর খনন করে নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের পরিকল্পা করা হয়েছে। পুরো পদ্ধতিটাই ম্যানুয়ালি করতে গেলে এই আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারে সময় লাগবে প্রায় এক মাস। অর্থাৎ ক্রিসমাস পেরিয়ে যাবে টানেলে আটকে পড়া শ্রমিকদের বের করে আনতে। শনিবার সাইটের বিশেষজ্ঞের দলের সদস্য়রা জানান, বড়দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে উদ্ধার অভিযানে। কারণ শনিবার নতুন করে বাধার মুখে পড়ে ব্যাহত হয়েছে উদ্ধার অভিযান। ভেঙে চুরমার হয়ে গিয়েছে অগার মেশিন।
Uttarkashi Tunnel Rescue Update