scorecardresearch
 
Advertisement

​Vande Bharat Express Food: বন্দে ভারতের এক যাত্রী দাবি করেছেন তিনি নাকি খাবারের মধ্যে পলিথিনের টুকরো পেয়েছেন!

​Vande Bharat Express Food: বন্দে ভারতের এক যাত্রী দাবি করেছেন তিনি নাকি খাবারের মধ্যে পলিথিনের টুকরো পেয়েছেন!

ভারতের গর্ব বন্দে ভারতের খাবার নাকি মুখে তোলা যায় না। অভিযোগটা অনেকেই করেছিলেন। এবার সেই অভিযোগেরই ফের প্রমাণ মিলল। বন্দে ভারতের এক যাত্রী দাবি করেছেন তিনি নাকি খাবারের মধ্যে পলিথিনের টুকরো পেয়েছেন। পনিরের একটি মেনুতে এই পলিথিনের টুকরো পান তিনি। এরপরই খাবারের ভিডিও পোস্ট করে অভিযোগ জানিয়েছেন ওই যাত্রী। বিষয়টি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগও করেছেন তিনি। অভিযোগকারী ওই যাত্রী দিল্লি-ভূপাল বন্দে ভারত ট্রেনের যাত্রী ছিলেন। রানি কমলাপতি থেকে গোয়াালিয়র যাচ্ছিলেন তিনি। ওই যাত্রীর দাবি,অ্যালুমিনিয়ামের ফয়েলে পনিরের তরকারি দেওয়া হয়েছিল। সেই তরকারিতে পলিথিনের টুকরো দেখতে পান তিনি। একটি চামচে করে তিনি পনিরের তরকারি থেকে পলিথিনের টুকরোটি ফেলে দেন। আর সেই ভিডিয়ো তিনি টুইট করেন। রেলের ক্যাটারিং কর্তৃপক্ষের কাছেও তিনি এনিয়ে অভিযোগ করেছিলেন। বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনের খাবারে পলিথিনের টুকরো মেলার ঘটনায় স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়ছে। ওই যাত্রী দায়ের করা অভিযোগে জানিয়েছেন ঝাঁসি পেরনোর পর রাত আটটা নাগাদ এই রাতের খাবার দেওয়া হয়েছিল। পনিরের ডিশে 4x4 ইঞ্চি সাইজের একটি পলিথিনের টুকরো ছিল।ওই যাত্রীর অভিযোগ গৃহীত হয়েছে বলে টুইট করে জানিয়েছে রেলসেবা। বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে ভাড়া কম নয়। যাত্রীস্বাচ্ছন্দের কথা মাথায় রেখএই নাকি এই ট্রেন বানানো হয়েছে বলে বারবার দাবি করেছে রেল। সেই বন্দে ভারতের খাবারের মেনুতে পলিথিনের টুকরো মেলায় স্বাভাবিকভাবেই চোখ কপালে তুলেছেন নেটিজেনরা। আর পলিথিন যে মোটেই স্বাস্থ্য সম্মত নয়, সেই বিষয়টিও কমবেশি সবারই জানা। অনেকেই প্রশ্ন তুলেছেন না দেখে যদি ওই যাত্রী পলিথিনের টুকরো-সহ খাবারটি খেয়ে নিতেন তাহলে শরীর খারাপ হতে পারত ওই যাত্রীর।

​Vande Bharat Express Food.

Advertisement