কয়েক মাস আগে ওয়েনাড়ে সাড়ে ৩ লক্ষের বেশি ব্যবধানে জিতেছিলেন রাহুল গান্ধী। সংখ্যায় ৩,৬৪,৪২২। দাদার জয়ের মার্জিন পেরিয়ে গেলেন প্রিয়াঙ্কা। সকালে ব্যালট বক্স খুলতেই এগিয়ে থেকে শুরু করেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বেলা গড়াতে বাড়তেই থাকে সেই ব্যবধান। প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ৪ লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছেন সনিয়া-কন্যা। তিনি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।