scorecardresearch
 
Advertisement

Sukanta Majumdar: মমতার 'ললিপপ' সুরেই বাংলাদেশকে আক্রমণ সুকান্তর

Sukanta Majumdar: মমতার 'ললিপপ' সুরেই বাংলাদেশকে আক্রমণ সুকান্তর

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ললিপপ শব্দ শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। ললিপপ। বাংলাদেশ ইস্যুতে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে ঢোকার আগে সুকান্ত বলেন, 'বাংলাদেশ এতদিন ধরে মানছিল না যে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। তবে আজ সেটা স্বীকার করেছে। ৭০ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে আমরা ভিডিওতে দেখেছি, আরও বেশি সংখ্যক মানুষের উপর অত্যাচার হয়েছে। তবে মাত্র ৭০ জনকেই গ্রেফতার করা হয়েছে। ভারত ললিপপ চুষবে এমন দেশ নয়। ইউনূস সরকারকে পদক্ষেপ করতে হবে। কড়া হাতে অরাজকতা দমন করতে হবে। যাতে শান্তি বজায় থাকে। হিন্দুদের রক্ষা করা বাংলাদেশের সরকারের কাজ। তারা তা পালনে ব্যর্থ হচ্ছে। ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছে।'

Advertisement