পশ্চিম মহারাষ্ট্রের সোলাপুর জেলার গ্রামগুলি তীব্র জল সঙ্কটের সম্মুখীন। মালশিরাস তালুকের ২২টি গ্রামে ১৫ দিনে একবার ট্যাঙ্কার দ্বারা জল সরবরাহ করা হচ্ছে। জল সঙ্কটের কারণে হাহাকার পড়ে গেছে গ্রামে। জলের অভাবে কৃষকরা এ অঞ্চলে চাষাবাদ বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।