scorecardresearch
 
Advertisement

Chandrayaan-2: চন্দ্রযান 2 মিশন কেন সফল হয়নি? ঠিক কী হয়েছিল ল্যান্ডার বিক্রমের!

Chandrayaan-2: চন্দ্রযান 2 মিশন কেন সফল হয়নি? ঠিক কী হয়েছিল ল্যান্ডার বিক্রমের!

2023 সালের 14 জুলাই চাঁদের মাটিতে ফের মিশন পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পাঠানো হবে চন্দ্রযান 3 মহাকাশ যানকে। এনিয়ে এখন ইসরোর বিজ্ঞানীদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা। কিন্তু 2019 সালের 22 জুলাই চাঁদে পাঠানো হয়েছিল চন্দ্রযান 2 কে। যদিও মিশনটি পুরোপুরি সফল হয়নি। আজ আমরা জেনে নেবো মিশন পুরোপুরি সফল না হওয়ার পিছনে ঠিক কী কারণ ছিল? ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন 22 জুলাই , 2019 সালে উৎক্ষেপণের পর, চন্দ্রযান 2 -এর ল্যান্ডার ও রোভার চাঁদের মাটিতে সাতই সেপ্টেম্বর নামার কথা ছিল।

Why Chandrayaan-2 Was Unsuccessful

Advertisement