scorecardresearch
 
Advertisement

World's Largest Radio Telescope In India: ভারতের সাহায্যে তৈরি বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ, সব রহস্যের সমাধান হবেই!

World's Largest Radio Telescope In India: ভারতের সাহায্যে তৈরি বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ, সব রহস্যের সমাধান হবেই!

বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কাজ জোরকদমে চলছে। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি'। এমন অত্যাধুনিক টেলিস্কোপ যা দিয়ে কিনা পৃথিবীতে বসেই নজরদারি সম্ভব পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ পর্যন্ত দূরের কোনও গ্রহে! শুধু নজরদারি নয়, সেই সুদূর গ্রহের পৃষ্ঠে যে কোনও কিছুর চলাচল থেকে শুরু করে প্রাণী বসতির উপস্থিতিও চিহ্নিত করতে সক্ষম হবে এই দূরবিন ৷ স্কোয়ার কিলোমিটার অ্যারে' রেডিয়ো দূরবীক্ষণ যন্ত্রটি অন্যান্য রেডিয়ো দূরবীক্ষণ যন্ত্রের তুলনায় 50 গুণ বেশি সংবেদনশীল হবে। বিশ্বের বৃহত্তম রেডিয়ো টেলিস্কোপ তৈরিতে জুড়ল ভারতের নাম।

World's Largest Radio Telescope In India

Advertisement