scorecardresearch
 

Bhaiphota 2024 Exact Time: ঠিক এই সময়ের মধ্যে দিন ফোঁটা, জানুন ভাইফোঁটার শুভ সময় ও তিথি

Bhaiphota 2024 Exact Time: কালীপুজো ও দীপাবলির পরই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা। আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে দাদা বা ভাইয়ের কপালে মঙ্গলতিলক এঁকে শুভকামনা করা হয় বোন বা দিদির তরফে।

Advertisement
ভাইফোঁটা ২০২৪ ভাইফোঁটা ২০২৪
হাইলাইটস
  • কালীপুজো ও দীপাবলির পরই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা।

কালীপুজো ও দীপাবলির পরই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা। আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে দাদা বা ভাইয়ের কপালে মঙ্গলতিলক এঁকে শুভকামনা করা হয় বোন বা দিদির তরফে। কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার প্রচলন। এই উপলক্ষে বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগান এবং তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। বোন তাঁর জন্য করা সমস্ত পরিশ্রমের জন্য ভাইকে উপহার দেন। ভাইও উপহার দেন বোনকে।

এই দিনটা শুধুই ভাই-বোনেদের। ভাই বা দাদার জন্য বোন বা দিদিরা নানান ধরনের পদ রেঁধে থাকেন। এই ভাইফোঁটা উৎসব ঘিরে বাংলার ঘরে ঘরে নানান রসনার আয়োজন হয়। বিশেষত নানান রকমের মিষ্টি তৈরি হয়। ভাইফোঁটার এই দিনটার জন্য গোটা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভাই-বোনেরা। এই বছর ভাইফোঁটা পড়েছে ৩ নভেম্বর, রবিবার। 

ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার শুভ সময়
ভাইফোঁটার শুভ মুহূর্ত ভোর ৬টা ৪৫ মিনিটের পর থেকে সকাল ৮টা ৫৪ মিনিটের মধ্যে, আবার বেলা ১১টা থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে এবং তার পরে দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে। এ বছর ভাইফোঁটার বিজয় মুহূর্ত রয়েছে সীমিত সময়ের জন্য। দুপুর ১টা ৫৪ মিনিট থেকে ২টা ৪৮ মিনিটের মধ্যে। এই বিজয় সময়কে অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়। যারা সান্ধ্যকালীন ভাইফোঁটা দেবেন, তাঁদের জন্য রয়েছে সীমিত সময়– বিকেল ৫টা ৩৪ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 
 

আরও পড়ুন

ভাইফোঁটা ২০২৪ দিনক্ষণ (Bhaiphota 2024 Timing)
ভ্রাতৃ দ্বিতীয়া - ৩ নভেম্বর (১৭ কার্তিক), রবিবার। 
প্রতিপদ শুরু - ১ নভেম্বর (১৫ কার্তিক) সন্ধ্যা ৫/৮/৮ মিনিট থেকে। 
প্রতিপদ শেষ - ২ নভেম্বর রা ৬/৫৩/২৩ পর্যন্ত।   
দ্বিতীয়া শুরু - ২ নভেম্বর (১৬ কার্তিক) রা ৬/৫৩/ ২৪ মিনিট থেকে। 
দ্বিতীয়া শেষ - ৩ নভেম্বর (১৭ কার্তিক) রা ৮/১৫/১২ পর্যন্ত।  

Advertisement

ভাইফোঁটা নিয়ে প্রচলিত কাহিনী
কথিত রয়েছে, এই বিশেষ তিথিতে যমরাজ তাঁর বোন যমুনার থেকে ফোঁটা নিয়েছিলেন। এই উৎসব তাই যমুনা দ্বিতীয়া নামে পরিচিত। আরেকটি মত বলছে, শ্রীকৃষ্ণ নরকাসুর বধ করে এমন দিনে বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন। সেই দিন সুভদ্রা তাঁর কপালে দেন তিলক। তাঁর দীর্ঘায়ু কামনা করেই এই তিলক দেওয়া হয়। পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের ভাইফোঁটার রীতি ঘিরে কিছু বৈচিত্র্য রয়েছে। পূর্ববঙ্গের বহু জায়গায় দ্বিতীয়া ও প্রতিপদ মিলিয়ে ফোঁটার আয়োজন হয়।

কোনদিকে বসিয়ে ফোঁটা দেবেন
ভাইকে সর্বদা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসিয়ে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। কখনওই ভাইকে মেঝেতে বসিয়ে ফোঁটা দিতে নেই। বোন বা দিদি যিনি ফোঁটা দিচ্ছেন, তাঁর মুখ যেন উত্তর দিকে থাকে।

ভাইফোঁটার ছড়া
'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা'। দ্বিতীয়াতে ফোঁটা দিলে এই মন্ত্র। আবার কোনও কোনও বাড়িতে প্রতিপদে ফোঁটা হয়। প্রতিপদে ফোঁটার ছড়ার লাইন,'প্রতিপদে ফোঁটা.. দ্বিতীয়াতে দিয়া নীতা.. আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা।'
 

Advertisement