scorecardresearch
 

Dhanteras 2024: সোনা-রুপো নয়, ধনতেরসে কিনুন সবচেয়ে সস্তার এই জিনিস

Dhanteras 2024: দিওয়ালির দুদিন আগেই অর্থাৎ কালীপুজোর ঠিক আগে পালিত হয় ধনতেরস। এই দিনটিকে অনেকে আবার ধনত্রয়োদশী নামেও বলে থাকেন। কারণ প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পুজো করা হয় ধনদেবতাকে। এদিন ভগবান ধন্বন্তরীকেও পুজো করা হয়। মনে করা হয়, এদিন সমুদ্রমন্থনের সময় অমৃতের কলস নিয়ে আবির্ভাব হয়েছিলেন ভগবান ধন্বন্তরী।

Advertisement
ধনতেরস ২০২৪ ধনতেরস ২০২৪
হাইলাইটস
  • দিওয়ালির দুদিন আগেই অর্থাৎ কালীপুজোর ঠিক আগে পালিত হয় ধনতেরস।

দিওয়ালির দুদিন আগেই অর্থাৎ কালীপুজোর ঠিক আগে পালিত হয় ধনতেরস। এই দিনটিকে অনেকে আবার ধনত্রয়োদশী নামেও বলে থাকেন। কারণ প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পুজো করা হয় ধনদেবতাকে। এদিন ভগবান ধন্বন্তরীকেও পুজো করা হয়। মনে করা হয়, এদিন সমুদ্রমন্থনের সময় অমৃতের কলস নিয়ে আবির্ভাব হয়েছিলেন ভগবান ধন্বন্তরী। এর পাশাপাশি ধনলক্ষ্মী ও কুবেরেরও পুজো করা হয়ে থাকে। হিন্দু পুরাণ অনুযাী, ধন্বন্তরী হলেন বিষ্ণুদেবের অবতার বা অন্যরূপ। যিনি দেবতাদের বৈদ্য নামে পরিচিত। দেবদেবীদের স্বাস্থ্য দেখভালের দায়িত্বে ছিলেন এই আয়ুর্বেদ বিশেষজ্ঞ ও চিকিত্‍সকের। তাই এদিন পালিত হয়ে ধনতেরস।

নুন কিনুন ধনতেরসে
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ২৯ অক্টোবর পালিত হবে ধনতেরস। সাধারণত, এদিন সোনা, রুপোর গয়না. গোমতী চক্র, পিতলের বাসন, ধনে, ঝাড়ু ইত্যাদি কেনাকাটার চল রয়েছে। এগুলি এদিন কিনলে তা শুভ বলে মনে করা হয়। তাতে দেবী লক্ষ্মী ও কুবের প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করেন। তবে অনেকেই জানেন না, ধনতেরসের দিন লবণ বা নুন কেনা ও শুভ। সস্তার এই জিনিস কিনলে বাড়িতে আবো করে বাস করবেন ধনলক্ষ্মী, কুবের দেবতা। অর্থকষ্ট দূর করতে কেন লবণ কেনা উচিত , কীভাবে লবণ ব্যবহার করা উচিত, তা জেনে নিন এখানে। 

কেন ধনতেরসে নুন কিনবেন
বিশেষজ্ঞদের মতে, ধনতেরসের শুভ মুহূর্তে সকলেরই সোনা, রূপা, বাসন, ঝাড়ু কেনার হিড়িক পড়ে। তবে এদিন এগুলি ছাড়াও বাজার থেকে নুন কেনা উচিত। সস্তার এই জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। এদিন লবণ কেনা হলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বাড়িতে সুখ, সমৃদ্ধি ও জীবন সুখীতে ভরপুর থাকে সারা বছর। নিয়ম অনুযায়ী, সৌভাগ্য ফেরাতে এদিন অবশ্যই এক প্যাকেট লবণ কিনুন। নিজের টাকায় লবণ কেনা উচিত। কারওর কাছ থেকে ধার চেয়ে কখনও নুন কিনবেন না। কারওর কাছে লবণ চেয়েও নিয়ে আসবেন না। রান্না করার সময় শুধুমাত্র সদ্য আনা লবণ ব্যবহার করুন। এই নিয়ম মেনে চললে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বজায় থাকে বলে মনে করা হয়। হিন্দুধর্ম মতে, জলের মধ্যে নুন রেখে গোটা ঘর মোছা হলে নেতিবাচক শক্তি দূর হয়। দুঃখ-কষ্ট- দারিদ্রও দূর হয়ে যায় দ্রুততার সঙ্গে।

আরও পড়ুন

Advertisement

ধনতেরসের প্রতিকার
১) ধনতেরাসে একটি নতুন লবণের প্যাকেট কিনলে বাড়ির রান্নায় তা ব্যবহার করুন। তাতে বাড়ির আর্থিক অবস্থারও উন্নতি হয়। সম্পদ বৃদ্ধি পাবে তরতরিয়ে। 

২) বেশ কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি চললে, নতুন কেনা লবণের সামান্য অংশ জলের মধ্যে দিয়ে পুরো ঘর মুছে নিতে পারেন। অনেক সময় ঘরে নেতিবাচক শক্তি বাস করে, এর জেরে বৈবাহিক ও পারিবারক সমস্যার সৃষ্টি হয়। নুন জল দিয়ে মুছলে ইতিবাচক শক্তি প্রবেশ ঘটে।

৩) ধনতেরাসের দিন শিশুকে লবণ জলে স্নান করান উচিত। এর জেরে শিশুকে খারাপ নজর থেকে রক্ষা করা সম্ভব হয়। শিশুর শরীর থাকে ভাল।

৪)  বহু চেষ্টা করেও যদি ব্যবসায় উন্নতি ও লাভ আনতে না পারেন, তাহলে হাতে সামান্য পরিমাণে লবণ নিন। এরপর তিনবার মাথা ঘুরিয়ে দোকানের বাইরে ফেলে দিন। এতে ব্যবসার উন্নতি ও অগ্রগতি হবে তরতরিয়ে। আয়ও বেশি ভাল রকম হতে থাকবে, তা নিজেই অনুভব করতে পারবেন।

৫) ঘরের কোণে একটি ছোট কাঁচের বাটিতে নুন রেখে উত্তর, পূর্ব দিকে রেখে দিন। এ কারণে সম্পদের কোনও কমতি নেই। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে দ্রুত। পাত্রে লবণ রেখে একটি ঘরে রাখলে অর্কষ্ট ঘুচে যেতে পারে বলে বিশ্বাস করা হয়।


 

Advertisement