সোমবার দীপাবলি। এই মূলত কালীপুজো হলেও বিভিন্ন জায়গায় লক্ষ্মী-গণেশের পুজোও হয়। এর জন্য ইতিমধ্যেই সবজায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীপাবলিতে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করে চলে পুজোপাঠ। যে যার সাধ্য ও পছন্দ মতো লক্ষ্মীদেবীর মূর্তি বা ছবি নিয়ে আসেন। তবে এক্ষেত্রে মা লক্ষ্মীর এমন কিছু মূর্তি বা ছবি রয়েছে যেগুলি বাড়িতে রাখলে সমৃদ্ধির পরিবর্তে আর্থিক সংকট দেখা গিতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, দীপাবলিতে লক্ষ্মীদেবীর কেমন মূর্তির পুজো করা উচিত।
বাস্তু মতে, মা লক্ষ্মী আশীর্বাদ দিচ্ছেন, সবসময় এমন মূর্তিই লাগানো উচিত। তাতে বাড়িতে ইতিবাচক শক্তির বাস থাকে। এছাড়া মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর একসঙ্গে কোনও ছবিও বাড়িতে লাগানো যেতে পারে। তাতেও ধনদেবীর আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি দেবীর হাত থেকে ধনবর্ষা হচ্ছে এমন ছবি লাগালেও আর্থিক সংকট কেটে যায়।
মা লক্ষ্মীর এই ধরনের ছবি-মূর্তি লাগাবেন না
১. মা লক্ষ্মীর রাগান্বির ছবি বা অশুর বিনাশকারী ছবি লাগাবেন না। তাতে বাড়িতে অশুভ প্রভাব পড়ে।.
২. কখনও মা লক্ষ্মীর দাঁড়ান ছবি পুজো করবেন না, তাতে কোনও ফল পাবেন না। সবসময় মা লক্ষ্মীর বসা ছবির পুজো করুন।
৩. মা লক্ষ্মী বাহন পেঁচার ওপরে বসে আছেন, এমন মূর্তি বা ছবি যেন না থাকে।
৪. ধনদেবীর মূর্তি কখনও দেওয়ালে সাঁটিয়ে রাখবেন না। এটিকে বাস্তু দোষ হিসেবে ধরা হয়। সবসময় মূর্তি ও দেওয়ালের মাঝে ফাঁক রাখুন।
৫. মা লক্ষ্মীর মূর্তি সবসময় উত্তর দিকে রাখবেন, তবেই পাবেন শুভ ফল।
৬. ঠাকুর ঘরে কখনও মা লক্ষ্মীর একাধিক মূর্তি রাখবেন না। বাস্তু মতে এটি ঠিক নয়।
আরও পড়ুন - দীপাবলিতে মহালক্ষ্মী পুজোর সময় খুবই কম, জানুন শুভ মুহূর্ত