অফিসে সব ঠিকঠাক চলছে তো? অফিসে কোনও ঝামেলা হোক, কে চায় বলুন! কিন্তু গ্রহের ফেরে কত কী-ই না ঘটে! এমনকী, গ্রহের দোষে অফিসেও নানা বিড়ম্বনার মুখোমুখি হতে পারেন আপনি। তাই অফিসের বাস্তু ঠিক রাখা জরুরি। মানে ধরুন, অফিসে কোন জায়গায় বসবেন? আপনার ডেস্কে কী রাখা উচিত? তা জানা দরকার। বাস্তু মেনে চললে মুশকিল আসান হতে পারে।
অফিসের ক্ষেত্রে শনির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আপনার ভাগ্যচক্রে শনির অবস্থান কী, তা জানা দরকার। এবার জেনে নেওয়া যাক, অফিসে কোন দিকে বসবেন?
অফিসে কী কী খেয়াল রাখতে হবে?
অফিসে বসার সময় আপনার মুখ পূর্ব বা উত্তর দিকে থাকলে শুভ। আপনার পিঠের পিছনে দেবতার ছবি বা কোনও পবিত্র প্রতীক রাখা ঠিক নয়। তবে আপনার পিছনে সূর্য বা কোনও দৃশ্যের ছবি রাখতে পারবেন। আপনার টেবিল যেন বৃত্তাকার না হয়। এটি আয়তাকার টেবিল হওয়া ভাল। অফিসে যেখানে বসেন, সেই জায়গা যেমন পরিচ্ছন্ন হয়। হাল্কা সুগন্ধি থাকলে ভাল হয়। কাজের টেবিলে খাবার খাবেন না। বিশেষত, আমিষ খাবার রাখবেন না। আপনার অফিসের চেয়ারে কাউকে বসতে দেবেন না। অফিসে কাজ শুরু করার আগে প্রার্থনা করুন। মনে মনে ভগবানকে স্মরণ করুন। কাজ শেষ করার পরও ঈশ্বরকে ধন্যবাদ জানান।
এ বার দেখে নেওয়া যাক, রাশি অনুযায়ী কী করবেন...
মেষ (Aries)- অফিসে হাল্কা নীল রং ব্যবহার করুন। জল ভর্তি ফুলদানি রাখুন।
বৃষ (Taurus)-অফিসে দেওয়ালে বেশি জিনিস রাখবেন না। অফিসে গাছ রাখলে ভাল ফল পেতে পারেন।
মিথুন (জেমিনি)- অফিসে যত আলো থাকবে, তত ভাল। অফিসে প্রদীপ বা ধূপ জ্বালান।
কর্কট (Cancer)-অফিস সবসময় পরিচ্ছন্ন রাখুন। পারলে ছোট ঘণ্টা রাখুন অফিসে।
সিংহ (Leo)- অফিসে জানলা রাখা ভাল। আলো-বাতাস খেলে যেন ভাল। আকাশ, মেঘের ছবি রাখুন অফিসে।
কন্যা (Virgo)- ঘিয়ে বা সাদা রং ব্যবহার করুন। জলের বড় ছবি রাখতে ভুলবেন না।
তুলা (Libra)- অফিসে সূর্য দেবতার একটি তামার প্রতীক রাখুন।
বৃশ্চিক (Scorpio)- অফিসে ভগবান গণেশের মূর্তি রাখতে ভুলবেন না।
ধনু (Sagittarius)- যাই ঘটুক না কেন, অফিসে সবসময় শান্ত থাকুন। কাজে মনযোগ দিন। অফিসে সুগন্ধি ছড়ান।
মকর (Capricorn)-অফিসে শিবের মূর্তি রাখুন।
কুম্ভ (Aquarius)-পারলে অফিসে রোজ পুজো করুন। ধূপ বা প্রদীপ জ্বালান।
মীন (Pisces)- অফিস সমসময় পরিচ্ছন্ন রাখুন। জল ভর্তি কলসির উপর নারকেল রাখুন।