স্বামীর দীর্ঘায়ু কামনায় ভারতীয় হিন্দু সধবা মহিলারা করভা চৌথ করেন। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে এর প্রচলন বেশী হলেও বর্তমানে অন্যান্য স্থানেও নিষ্ঠা করে পালন করা হয় এই উৎসব। বলা চলে হিন্দি সিনেমা ও সিরিয়ালের জন্যে এই উৎসব আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে সারা দেশে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে করবা চৌথ পালন করা হয়।
চলতি বছরের ৪ নভেম্বর পালন করা হবে এই উৎসব। 'করবা' অর্থাৎ মাটির পাত্র এবং 'চৌথ' অর্থাৎ চতুর্থী, এই দুই মিলিয়েই এই উৎসবের নামকরণ। করবা চৌথে মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘমেয়াদি জীবনের জন্যে নির্জলা উপবাস করে।সারাদিন উপবাস করে সন্ধ্যা বেলা চালুনিতে চাঁদ ও স্বামীর মুখ দেখে উপবাস ভাঙ্গাই মুল প্রথা। সূর্যোদয়ের আগে থেকে শুরু হয় উপবাস এবং সেটি চাঁদ না দেখা যাওয়া পর্যন্ত ভাঙা যায় না। তবে বলা হয় এই উপবাসের নিয়মগুলি বেশ কঠিন। আসুন জেনে নেওয়া যাক করভা চৌথের বিশেষ কিছু নিয়ম।
লোককথা অনুযায়ী 'করবা' নামের এক পতিব্রতা নারী যমরাজের মুখোমুখি হয়ে কুমীরের কাছ থেকে উদ্ধার করেছিলেন তাঁর স্বামীকে। তারপর থেকেই তাঁর নাম অনুসারে নামকরণ হয়েছে এই উৎসবের।
নির্ঘন্ট
এই বছর করভা চৌথ পুজোর সময় হল সন্ধ্যা ৫.৩৪ থেকে ৬.৫২ পর্যন্ত। উপবাস করার সময় সকাল ৬.৩৫ থেকে রাত ৮.১২ পর্যন্ত। রাত ৮.১২ নাগাদ আকাশ মেঘলা না থাকলে চাঁদ দেখতে পাওয়ার যাবে। চতুর্থী তিথি শুরু হবে ৪ নভেম্বর ভোর ৩.২৪ টায় ও থাকবে ৫ নভেম্বর ভোর ৫.১৪ পর্যন্ত।
নিয়ম
করবা চৌথের নিষ্ঠা করে পালন করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে।
করভা চৌথের ১৬ টি শুভ সাজ সজ্জা
১. টিপ
২. সিঁদুর
৩. কাজল
৪. মেহেন্দি
৫. বিয়ের লাল পোশাক
৬. খোঁপার মালা
৭. টিকলি
৮. নথ
৯. কানের দুল
১০. মঙ্গল সূত্র বা গলার হার
১১.আলতা
১২. চুড়ি
১৩. আংটি
১৪. কোমরবন্ধ
১৫. আঙ্গোট
১৬. নুপুর