scorecardresearch
 

Pigeon Astro Tips For Devi Laxmi Blessing : দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই পাখিকে খাওয়ান, টাকায় ভরবে আলমারি

পায়রাকে মূলত শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। আবার পায়রা হল দেবী লক্ষ্মীরও দূত। তাই পায়রার আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই মানুষ নিজেদের বাড়ির ছাদে এবং বারান্দায় পায়রার জন্য জল এবং শস্যের দানা রেখে দেন, যাতে পায়রা অবশ্যই দিনে অন্তত একবার বাড়িতে আসে। পায়রার আগমন একটি শুভ বার্তা নিয়ে আসে বলে মনে করা হয়। আর যদি ছাদে বসা পায়রা আপনার কথা বোঝে তাহলে তা আরও বেশি শুভ।

Advertisement
দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী
হাইলাইটস
  • দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবাই চান
  • পায়রা দেবীর দূত
  • জানুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়

এমন কিছু পাখি আছে যেগুলি মানুষকে যে কোনও মুহূর্তে ধনী করে তুলতে পারে। মানুষ এবং পাখির মধ্যে গভীর সম্পর্ক আছে। কেউ যদি ভালভাবে বুঝে এই সম্পর্ক মেনে চলেন, তাহলে পাড়িতে অর্থের কোনও অভাব হয় না। তেমনই একটি পাখি হল পায়রা। কারণ পায়রা এমনই একটি পাখি যা রাতারাতি মানুষের ভাগ্য বদলে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক পায়রা ও অর্থের আমদানির মধ্যে সম্পর্ক (Pigeon Astro Tips)।

বাড়িতে আগমন
পায়রাকে মূলত শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। আবার পায়রা হল দেবী লক্ষ্মীরও দূত। তাই পায়রার আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই মানুষ নিজেদের বাড়ির ছাদে এবং বারান্দায় পায়রার জন্য জল এবং শস্যের দানা রেখে দেন, যাতে পায়রা অবশ্যই দিনে অন্তত একবার বাড়িতে আসে। পায়রার আগমন একটি শুভ বার্তা নিয়ে আসে বলে মনে করা হয়। আর যদি ছাদে বসা পায়রা আপনার কথা বোঝে তাহলে তা আরও বেশি শুভ।

পাখা
পায়রার একটি পালক বদলে দিতে পারে আপনার জীবন। পায়রার পালক পাওয়া গেলে সাদা বা লাল কাপড়ে মুড়ে তার ওপর লাল সুতো ৭ বার পেঁচিয়ে ভল্টে রাখুন। এমনটা করলে আপনার ভল্ট সবসময় অর্থে পরিপূর্ণ থাকবে। কখনওই আর্থিক সংকটে পড়তে হবে না।

চাকরি
ভাল ও স্থায়ী চাকরি প্রত্যেক মানুষেরই কাম্য। বৃহস্পতিবার পায়রার পালক ও হলুদের গুঁড়ো দিয়ে একটি হলুদ কাপড়ে রাখলে ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে বেডরুমের পূর্ব দিকে পায়রার পালক রাখুন। এতে দুজনের ঝগড়ার অবসান হবে।

নেতিবাচক শক্তি
বাড়িতে নেতিবাচক শক্তির আধিক্য হলে সংসারে বাড়ে অশান্তি। তাই বসার ঘরের দক্ষিণ পাশের যে কোনও কোণে পায়রার পালক রাখতে পারে। এতে ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে। 

Advertisement

আরও পড়ুন - ডায়েটে রাখুন এই ৬ সুপারফুড, দীর্ঘ ও সুস্থ জীবন পাবেনই

 

Advertisement