২০ জুলাই ২০২৩ মঙ্গলবার পালিত হবে রথযাত্রা। রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন। এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকে অনেক বেশি। মনে করা হয় এই সময় করা যে কোনও কাজ খুবই ফলপ্রসূ হয়। এই দিন বাড়িতে যে কোনও শুভ কাজ করা যেতে পারে। যেকারণে ব্যবসা-লগ্নির মতো নতুন কোনও কিছু এদিন অনেকেই শুরু করেন। এ ছাড়া কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায়।
টোটকা—
১) রথযাত্রার দিন যে কোনও জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে একটা ফল অবশ্যই দিন।
২) এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন। তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে গাঁথার।
৩) রথযাত্রার দিন সকালে স্নান করে, শুদ্ধ পোশাক পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ, দুটো কর্পুর, একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুঁটলি করে তা জগন্নাথদেবের মন্দিরে অর্পণ করুন।
৪) এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পুর ও দুটো লবঙ্গ জ্বেলে জগন্নাথদেবের যে কোনও মন্দিরে অর্পণ করুন।
৫) এই দিন পাঁচটা শিশুকে তাঁদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন।
৬) রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা কড়ি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে, যদি সম্ভব হয় জগন্নাথদেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন।
৭) বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে, পজেটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন কর্পুর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এককোণে রেখে আসুন।