কর্মফলদাতা বলা হয়ে থাকে শনিদেবকে। শনিদেব ব্যক্তির কর্ম অনুযায়ী তাঁকে ফল প্রদান করে থাকেন। শনিদেব এক রাশি থেকে অন্য রাশিতে যেতে আড়াই বছর সময় নেন। আর এই সময় বেশ কিছু রাশির ঢাইয়া শুরু বা শেষ হয়। কারো ওপর শনি ঢাইয়ার প্রকোপ থাকলে তাঁকে অনেক নিয়ম মেনে চলতে হয়। থাকতে হয় সাবধানেও। ২০২৫ সালে শনি রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু রাশির ওপর ঢাইয়া শুরু হবে। এদের জন্য নতুন বছর বেশ বেদনাদায়ক।
এই সময় শনির ঢাইয়া চলছে কাদের
২০২৫ সালে শনির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেগুলির উপর বর্তমানে শনির ঢাইয়া চলছে, সেগুলিরও পরিবর্তন হবে । বর্তমানে শনির ঢাইয়া কর্কট ও বৃশ্চিক রাশির উপর চলছে। এই দু'টি রাশিই ২০২৫ সালে শনির প্রভাব থেকে মুক্তি পাবে।
২০২৫ সালে এই রাশির ওপর চলবে শনির ঢাইয়া ?
২০২৫ সালে শনির রাশি পরিবর্তন হবে ২৯ মার্চ। শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনির গোচর খুবই গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতে শনির সাড়েসাতি ও শনির ঢাইয়ার মূল্যায়ন করা হয়। ২০২৫ সালে শনি গোচরের পর থেকে সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির প্রভাব শুরু হবে। এই দুই রাশিচক্রকে শনির প্রভাবের সম্মুখীন হতে হবে।
শনি ঢাইয়ার এই বিষয়গুলো থেকে সাবধান-
-আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন।
-গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
-কারো ক্ষতি করবেন না, প্রয়োজনে এগিয়ে গিয়ে সাহায্য করুন।
-মাংস ও মদ থেকে দূরত্ব বজায় রাখুন।
-কাউকে বিরক্ত করবেন না।
-স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে। তাই এই সময়ে নিজের যত্ন নিন, অসতর্ক হবেন না।
শনির সাড়েসাতি
আগামী বছর ২০২৫ সালে মেষ রাশিতে শনির সাড়েসাতি শুরু হতে চলেছে। ২০২৫ সালে শনির রাশি পরিবর্তন হবে। শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনি ২৯ মার্চ, ২০২৫-এ মীন রাশিতে প্রবেশ করবে। এই দিন থেকে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়েসাতির প্রথম পর্ব শুরু হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)