scorecardresearch
 

Vaishakh Amavasya 2021: আজ বৈশাখী অমাবস্যা! জানুন পুজোর পদ্ধতি ও শুভ সময়

বৈশাখ মাসের অমাবস্যাকে বৈশাখ অমাবস্যা (Vaishakh Amavasya 2021) বলা হয়। মঙ্গলবার পড়ায় এটি বিশেষ ভাবে কাকতালীয়। মঙ্গলের ওপর নাম ভৌম, তাই মঙ্গলবার এই বিশেষ অমাবস্যা তিথি পড়ায় একে ভৌমবতী বা ভৌম অমাবস্যা (Bhauma Amavasya) বলা হয়।

Advertisement
বৈশাখী অমাবস্যা ২০২১ বৈশাখী অমাবস্যা ২০২১
হাইলাইটস
  • বৈশাখ মাসের অমাবস্যাকে বৈশাখ অমাবস্যা বলা হয়।
  • মঙ্গলের ওপর নাম ভৌম, তাই মঙ্গলবার এই বিশেষ অমাবস্যা তিথি পড়ায় একে ভৌমবতী বা ভৌম অমাবস্যা বলা হয়।
  • এই বিশেষ দিন উপবাস করা খুব ভাল। 

আজ অর্থাৎ ১২ মে বৈশাখী অমাবস্যা (Vaishakh Amavasya 2021) মঙ্গলবার পড়েছে। বৈশাখ মাসের এই অমাবস্যাকে বৈশাখ অমাবস্যা বলা হয়। মঙ্গলবার পড়ায় এটি বিশেষ ভাবে কাকতালীয়। মঙ্গলের ওপর নাম ভৌম, তাই মঙ্গলবার এই বিশেষ অমাবস্যা তিথি পড়ায় একে ভৌমবতী অমাবস্যা (Bhaumvati Amavasya) বলা হয়। এই দিনটিকে পিতৃপুরুষের জন্য উৎসর্গ করা হয়। 

মনে করা হয় বৈশাখী অমাবস্যায় রাহু ও কেতুর পুজোর করা খুব ভাল। শুধু তাই নয়, এদিন উপবাস করা এবং দান-ধ্যান করাও শুভ। শাস্ত্র মতে, বৈশাখী অমাবস্যায় পিতৃপুরুষদের মোক্ষ দান করা হয়। তাই এদিন পিতৃ তর্পণ ও ধর্ম-কর্মের জন্য শ্রেষ্ঠ। 

ভৌমবতী অমাবস্যার শুভক্ষণ

১০ মে রাত ৯টা ৫৫ মিনিট থেকে ১১ মে রাত ১২টা ২৯ মিনিট পর্যন্ত ভৌমবতী অমাবস্যা থাকবে। 

আরও পড়ুন:  সামনেই অক্ষয় তৃতীয়া! জানুন দিনক্ষণ, শুভ তিথি ও মাহাত্ম্য 


 ভৌমবতী অমাবস্যার পুজো পদ্ধতি 

* বৈশাখী অমাবস্যায় ব্রহ্ম মুহূর্তে উঠে পুণ্যস্নান করা ভাল। গঙ্গা, যমুনার মতো পবিত্র নদীতে স্নান করার জন্য ভিড় জমান সকলে। নদীতে যাওয়া সম্ভব না হলে পুকুর বা কোনও পরিষ্কার জলাশয়ও অনেকে স্নান করে  পিতৃ তর্পণ করেন। 

* পুণ্যস্নান করে সূর্যদেবকে তিল উৎসর্গ করে জল অর্ঘ্য দিন।

*  সকালে অমাবস্যা স্নানের পর অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। সন্ধ্যায় প্রদীপ জ্বালান।

* এরপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন।

*  এদিন উপবাস করা খুব ভাল। 

* বৈশাখ অমাবস্যার এই বিশেষ তিথি শনি জয়ন্তী হিসেবেও পালিত হয়। তাই শনিবার না পড়লেও এদিন শনি পুজোও করা হয়।

* শনিদেবকে সন্তুষ্ট করতে তিল, সরষের তেল অর্পণ করা ভাল।

Advertisement

 

Advertisement