scorecardresearch
 

Water Bath Tips In Astrology : স্নানের জলে মেশান সামান্য এই জিনিসগুলি, গ্রহদোষ থেকে মিলবে সহজ মুক্তি

গ্রহের অশুভ প্রভাব দূর করতে এবং সৌভাগ্যলাভ করতে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন প্রতিকারের কথা বলা হয়েছে। নবগ্রহ সংক্রান্ত দোষ ত্রুটি দূর করতে জপ, তপ, দান, স্নান সবচেয়ে কার্যকরী বলে মনে করা হয়। জ্যোতিষ মতে নবগ্রহের ত্রুটি দূর করতে জলে কিছু জিনিস মিশিয়ে স্নান করার পরামর্শ দেওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রাশিচক্রে থাকে গ্রহদোষ
  • কাটানোর জন্য রয়েছে প্রতিকার
  • এখানে রইল কিছু টিপস

প্রত্যেক মানুষেরই রাশিচক্রে গ্রহের শুভ ও অশুভ প্রভাব থাকে। গ্রহের অশুভ প্রভাব দূর করতে এবং সৌভাগ্যলাভ করতে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন প্রতিকারের কথা বলা হয়েছে। নবগ্রহ সংক্রান্ত দোষ ত্রুটি দূর করতে জপ, তপ, দান, স্নান সবচেয়ে কার্যকরী বলে মনে করা হয়। জ্যোতিষ মতে নবগ্রহের ত্রুটি দূর করতে জলে কিছু জিনিস মিশিয়ে স্নান করার পরামর্শ দেওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

১. জ্যোতিষ বলছে, কুণ্ডলীতে সূর্যের অশুভ প্রভাব দূর করতে জন্য স্নানের জলে জাফরান, এলাচ, দেবদারু কাঠের গুঁড়ো, লাল ফুল মিশিয়ে স্নান করতে পারেন।

২. চন্দ্র আশীর্বাদ লাভের জন্য স্নানের জলে পঞ্চগব্য, শ্বেত চন্দন ও সাদা ফুল মিশিয়ে স্নান করা উচিত।

৩. মঙ্গলের নেতিবাচকতা কমাতে লাল চন্দন, বেলের ছাল ও গুড় জলে মিশিয়ে স্নান করলে উপকার পাওয়া যায়।

৪. বুধ সংক্রান্ত দোষ দূর করতে চাল, মুক্তো, জায়ফল মিশ্রিত জলে স্নান করুন।

৫. দেবগুরু বৃহস্পতির শুভ ফল পেতে স্নানের জলে হলুদ, সর্ষে ও জুঁই ফুল মিশিয়ে নিন।

৬. শুক্রের দোষ কাটাতে জলে সাদা এলাচ, জাফরান, শ্বেত চন্দন এবং দুধ মিশিয়ে স্নান করতে পারেন।

৭. শনি গ্রহের দোষ দূর করতে কালো তিল, মৌরি বা শমী কাঠের গুঁড়া জলে মিশিয়ে স্নান করুন।

৮. স্নানের জলে গঙ্গাজল, কস্তুরী ও দূর্বা মেশালে রাহুর অশুভ প্রভাব দূর হয়।

৯. রাশিচক্রে কেতুর সমস্যা দূর করতে স্নানের জলে লাল চন্দন ও কুশ মিশিয়ে নিতে পারেন।

আরও পড়ুনকোলেস্টেরল নিয়ে আর দুশ্চিন্তা নেই, শুধু ডায়েটে রাখুন এই ৫ খাবার

Advertisement

 

Advertisement