scorecardresearch
 
Advertisement

Ambubachi Mela 2024: অম্বুবাচী উপলক্ষে কামাখ্যায় শুরু মেলা, ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের পুণ্যার্থীরা

Ambubachi Mela 2024: অম্বুবাচী উপলক্ষে কামাখ্যায় শুরু মেলা, ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের পুণ্যার্থীরা

অম্বুবাচী মেলা শুরু হয়ে গিয়েছে কামাখ্যা মন্দিরে। অসমের গুয়াহাটিতে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। ২৬ জুন পর্যন্ত চলবে এই মেলা। ওই দিনই খুলবে কামাখ্যার প্রধান দরজা। অসমের পর্যটনমন্ত্রী জয়ন্ত মল্লা বরুয়া জানান,'পুণ্যার্থীদের জন্য রয়েছে সমস্ত রকম ব্যবস্থা। দুটি শিবির খোলা হয়েছে তীর্থযাত্রীদের জন্য। কম করে ২৫ হাজার পুণ্যার্থীর থাকার বন্দোবস্ত রয়েছে সেখানে'।

Advertisement