পুজোয় ধূপকাঠির সুগন্ধ ছাড়া ঘরে পবিত্র ভাব আসে না। ধূপকাঠির সুগন্ধ ঘরে ইতিবাচক শক্তি আমদানি করে। ধূপকাঠির সুগন্ধ মনে শান্তি রাখে এবং ব্যক্তি এগিয়ে যাওয়ার কথা ভাবে। অনেকে সকাল-সন্ধ্যা বাড়িতে পুজোর সময় দু'বেলা অনেকেই ধূপ জ্বালিয়ে থাকে। কিন্তু আমরা অনেকেই জানি না, এই ধূপ জ্বালানোর সুফল অনেক। তা হয়তো অনেকেরই জানা নেই। না জেনেই রোজ ধূপকাঠি জ্বেলে কোন কোন দিক থেকে উপকারিতা পাওয়া যায়। তা জেনে রাখা একান্ত প্রয়োজন। হিন্দু শাস্ত্র অনুযায়ী সনাতন ধর্মে সপ্তাহে দুটি দিন আছে যখন ধূপকাঠি জ্বালানো উচিত নয়। সপ্তাহে এই দুই দিন পূজার সময় ধূপকাঠি জ্বালিয়ে রাখলে ঘরে অশুভ হওয়ার সম্ভাবনা বাড়ে।
Do not burn incense sticks these two days of week.