scorecardresearch
 
Advertisement

Saraswati Puja Rules: জীবনে উন্নতি চাইলে, সরস্বতী পুজোয় এই কাজগুলি করবে না

Saraswati Puja Rules: জীবনে উন্নতি চাইলে, সরস্বতী পুজোয় এই কাজগুলি করবে না

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। এই দিনে জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো করা হয়। এবার ২০২৩ সালের ২৬ জানুয়ারি বসন্ত পঞ্চমীর উৎসব উদযাপিত হবে। বসন্ত পঞ্চমীকে অনেক জায়গায় শ্রী পঞ্চমী এবং সরস্বতী পঞ্চমীও বলা হয়। কথিত আছে, এই দিন থেকেই বসন্ত ঋতু শুরু হয়। সঙ্গীত ও জ্ঞানের দেবীকে এই দিনে পুজো করতে হয়। এই দিনে যেকোনো শুভ কাজ শুরু করা খুবই শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন এই দিনে ভুল করেও গাছ-গাছালির ক্ষতি করা উচিত নয়।

Saraswati Puja 2023

Advertisement