scorecardresearch
 
Advertisement

Chandra Grahan 2023: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, জানুন সঠিক সময়- সূতককাল

Chandra Grahan 2023: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, জানুন সঠিক সময়- সূতককাল

বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ আজ ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণের সঙ্গে শারদীয় পূর্ণিমারও একটা কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। মেষ ও অশ্বিনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে, গ্রহনকে একটি জ্যোতির্বিদ্যার ঘটনা হিসাবে দেখা হয়। যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণন চলাকালীন চাঁদ এবং সূর্যের মাঝখানে আসে, তখন একটি চন্দ্রগ্রহণ ঘটে। বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হবে ২৮ অক্টোবর অর্থাৎ আজ রাত ১১:৩০ মিনিটে এবং শেষ হবে ৩:৫৬ মিনিটে।

Advertisement