বিহার পঞ্চমী উপলক্ষে উত্তরপ্রদেশের মথুরা নিধিবন ও বাঁকে বিহারী মন্দিরে প্রচুর ভক্ত সমাগম ঘটে। কথিত আছে ১৫৬২ সালের মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে স্বামী হরিদাসের সঙ্গীতচর্চায় খুশি হয়ে নিধিবন রাজ মন্দির থেকে আবির্ভূত হন ঠাকুর বাঁকে বিহারী। এই দিনটি বিহার পঞ্চমী হিসাবে পালিত হয়।