scorecardresearch
 
Advertisement

Durga Puja 2024: পুজো দেখে আসুন ৯০০ কেজির অষ্টধাতুর দুর্গামূর্তি, কলকাতার একেবারে কাছেই

Durga Puja 2024: পুজো দেখে আসুন ৯০০ কেজির অষ্টধাতুর দুর্গামূর্তি, কলকাতার একেবারে কাছেই

শেষ কয়েক বছর ধরে নিজেদের দুর্গা পুজোর ভাবনা ও মণ্ডপসজ্জা দিয়ে সাধারণ মানুষকে চমক দিয়ে চলেছে ব্যারাকপুরের সুকান্ত সরণি ও পূর্ব তালবাগান অধিবাসী বৃন্দ দুর্গোৎসব কমিটি। যা ব্যারাকপুর এভারগিন ক্লাবের পুজো নামেও পরিচিত। প্রকৃতিকে ভালোবেসে এবং পরিবেশকে বাঁচানোর বার্তা দিয়ে ৩৭ তম বর্ষে এবার তাঁদের ভাবনা 'স্পন্দন'। জলের অপচয় বন্ধ করা থেকে কাজ বসানো নানান সামাজিক বার্তা প্রকাশ পাবে এই থিমে। পাশাপাশি দুর্গা প্রতিমাতেও থাকছে চমক। অষ্টধাতু দিয়ে তৈরি হচ্ছে মূর্তি, যার ওজন প্রায় ৯০০ কেজিরও বেশি। দেখুন ভিডিও

Advertisement