scorecardresearch
 
Advertisement

Hanuman Jayanti: বজরংবলীর জন্মদিনে অযোধ্যার হনুমান গড়ি মন্দিরে প্রার্থনা ভক্তদের

Hanuman Jayanti: বজরংবলীর জন্মদিনে অযোধ্যার হনুমান গড়ি মন্দিরে প্রার্থনা ভক্তদের

চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। হনুমানের জন্মদিন হনুমান জয়ন্তী হিসাবে পালিত হয়। পুরাণ অনুসারে, হনুমানজিকে শ্রীরামের পরম ভক্ত হিসাবে বিবেচনা করা হয় এবং এর সঙ্গে সম্পর্কিত অনেক গল্প রয়েছে। হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে বজরংবলী ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। অযোধ্যার হনুমান গড়ির মন্দিরে এদিন ভক্তদের ভিড় দেখা যায়। এদিন হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করার সময় পরিবারের জন্য মঙ্গল কামনা করা উচিত। বিশ্বাস অনুযায়ী, সকল অশুভ শক্তিকে বিনাশ করে প্রতিটি কাজে এগিয়ে যেতে সাহায্য করেন হনুমানজি।

Advertisement