করোনা আবহেই এবার বাঙালি মেতেছে দুর্গাপুজোর উৎসবে। আর আম জনতাকে ভিড় এড়িয়ে পুজো দেখার সুযোগ করে দিচ্ছে আজতক বাংলা। আমাদের সঙ্গে দেখুন শহরের বড় বড় সব পুজোগুলি। আজ মহাপঞ্চমীর পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমরা হাজির ‘কেষ্টপুর প্রফুল্ল কানন’ এর পুজো প্যান্ডেলে। আমরা জানি করণা মহামারীর পাশাপাশি গত দু'বছর ধরে একের পর এক সাইক্লোন বিধ্বস্ত করেছে মানুষকে। বিশেষ করে সর্বস্বান্ত হয়েছেন সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষেরা। এবার নিজেদের থিমের মধ্য দিয়ে সেই ছবি তুলে ধরেছেন এখানকার পুজো উদ্যোক্তারা। সুন্দরবনের সাইক্লোন বিধ্বস্ত এক প্রান্তিক এলাকার ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি রয়েছে করোনাকালে অভিনেতার সোনু সুদ কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন সেই বিষয়ও। চলুন দেখে নেওয়া সেইসব করুণ দৃশ্যের কিছু ঝলক।
kestopur prafulla kanan Durga Puja parikrama 2021