খোলার পর থেকে শবরীমালা মন্দির ৯ দিনে ৬ লাখ ভক্ত সমাগম হয়েছে দর্শন। তীর্থযাত্রা মরসুমের প্রথম নয় দিনের মধ্যে ছয় লাখেরও বেশি ভক্ত সবরিমালা লর্ড আয়াপ্পা মন্দির পরিদর্শন করেছেন। ১৬ই নভেম্বর খোলা হয়েছে মন্দিরটি। এরমধ্যে ৬,১২,২৯০ জন তীর্থযাত্রী আয়াপ্পা মন্দির দর্শনে এসেছেন। গত বছরের একই সময়ে ৩,০৩,৫০১ জন ভক্ত এসেছিল। এই সময়ের মধ্যে সংগৃহীত রাজস্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে ৪১.৬৪ কোটি টাকা, যা আগের মরসুমের তুলনায় ১৩.৩৩ কোটি টাকা বেশি।