বীরভূমের (Birbhum) দুবরাজপুরের পাহাড়েশ্বর মন্দিরে মা কালীর বিসর্জন হল একাদশীর (Ekadashi) দিন। এখানে মা কালীর (Kali Puja 2021) বিসর্জন হয় না সারা বছর। পুজোর পর মন্দিরেই থাকে মায়ের মূর্তি, এক বছর পর দুর্গাপুজোর একাদশীর দিন দাস পরিবারের লোকেরা বিসর্জন করে এই কালীর মূর্তি। বিসর্জনের পর নতুন করে মূর্তি বানাতে শুরু করে বৈষ্ণবরা এবং এই মায়ের পুজো করেন বৈষ্ণবরা। রীতি মেনে বহু বছর আগের থেকে এমনটাই হয়ে আসছে। বিসর্জনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনা থাকে চরমে। বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসেন বিসর্জন দেখতে।
Puja starts from ekadoshi in bordhor Rampurhat