এবছরের পুরীর রথযাত্রা দু’দিন ধরে পালিত হচ্ছে। ৫৩ বছর পর বিরল কাকতালীয় ঘটনা এবারের রথযাত্রায় । এবার সকালের পরিবর্তে সন্ধ্যায় শুরু হয় রথযাত্রা উৎসব। ৭ জুলাই রবিবার রথযাত্রা শুরু হয়। এরপর তা থামিয়ে দেওয়া হয়। ফের অর্থাৎ ৮ জুলাই সোমবার ভোর থেকে আবার যাত্রা শুরু হয়। অন্ধকার নেমে এলে, রথ কিছুটা এগিয়ে রাস্তাতেই অপেক্ষা করে। এর আগে ১৯০৯ এবং ১৯৭১ সালে এই তিথি একই দিনে হয়েছিল বলে জানা যাচ্ছে। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মাসির বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার।