scorecardresearch
 
Advertisement

Puri Rath Yatra: গুন্ডিচায় মাসির বাড়ি থেকে ফেরার পালা, চলছে উল্টোরথের আচার-অনুষ্ঠান

Puri Rath Yatra: গুন্ডিচায় মাসির বাড়ি থেকে ফেরার পালা, চলছে উল্টোরথের আচার-অনুষ্ঠান

আজ উল্টোরথ। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা ফিরবেন পুরীর মন্দিরে। এই অনুষ্ঠানকে বলা হয় বাহুদা। রথে চেপে ফের পুরীর মন্দিরে আসবেন জগন্নাথ দেব। ইতিমধ্যে বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাহুদা বা উল্টোরথ ঘিরে। রথে একে একে তোলা হচ্ছে তিন দেবতাকে।

Advertisement