আপনি যদি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করার পরিকল্পনা করে থাকেন, তাহলে বেসরকারি খাতের HDFC ব্যাঙ্ক এফডি সুদের হার বাড়িয়েছে অর্থাৎ এখন আপনি আগের তুলনায় পাচ্ছেন।
HDFC ব্যাঙ্কে আপনি স্থায়ী আমানতের উপর উচ্চ হারে সুদের সুবিধা পাবেন। স্থায়ী আমানতের নতুন সুদের হার ১ ডিসেম্বর ২০২১ থেকে কার্যকর হয়েছে। স্থায়ী আমানতে (FIXED DEPOSIT) সর্বশেষ সুদের হার দেখে নিন...
ব্যাঙ্ক গ্রাহকরা এখন স্থায়ী আমানতের উপর ২.৫০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাবেন৷ একই সঙ্গে প্রবীণ নাগরিকরা ৩ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাবেন।
ব্যাঙ্ক থেকে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত গ্রাহকদের ব্যাঙ্ক স্থায়ী আমানতে (FIXED DEPOSIT) সুবিধা দেওয়া হয়। চলুন দেখে নেওয়া যাক এখন কত হারে সুদ পাবেন...
৭ দিন থেকে ২৯ দিন পর্যন্ত স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ২.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে। ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত এফডি-তে ৩ শতাংশ সুদ মিলবে।
৯১ দিন থেকে ৬ মাস পর্যন্ত স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ৩.৫ শতাংশ সুদ পাওয়া যাবে। ৪.৪ শতাংশ সুদ পাবেন ৬ মাস এক দিন থেকে এক বছরের কম সময়ের স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ।
১ বছরের স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ৪.৯ শতাংশ সুদ পাওয়া যাবে। ১ বছরের এক দিন বা তার বেশি এবং ২ বছর পর্যন্ত এফডি-তে ৫ শতাংশ সুদ মিলবে। ২ বছরের একদিন বা তার বেশি এবং ৩ বছরের স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ৫.১৫ শতাংশ সুদ পাওয়া যাবে।