scorecardresearch
 

বন্ধন ব্যাঙ্কের অগ্রগতির ধারা অব্যাহত, গ্রাহক সংখ্যা বেড়ে ২.৩৫ কোটি!

৩০শে জুন, ২০২১ অবধি বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১.৫৭ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্কের ছয় বছরের কার্যকালে দেশ জুড়ে ৫৫৭৪ গুলি ব্যাঙ্কিং আউটলেট ও শাখার মাধ্যমে ২.৩৫ কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক।

Advertisement
বন্ধন ব্যাঙ্কের অগ্রগতির ধারা অব্যাহত, গ্রাহক সংখ্যা বেড়ে ২.৩৫ কোটি! বন্ধন ব্যাঙ্কের অগ্রগতির ধারা অব্যাহত, গ্রাহক সংখ্যা বেড়ে ২.৩৫ কোটি!
হাইলাইটস
  • গত অর্থবর্ষের তুলনায় মোট আমানত ২৮ শতাংশ হারে বেড়ে হয়েছে ৭৭৩৩৬ কোটি টাকা।
  • গত অর্থবর্ষের তুলনায় প্রদত্ত ঋণের বহর ৮ শতাংশ হারে বেড়ে হয়েছে ৮০১২৮ কোটি টাকা।
  • গত অর্থবর্ষের তুলনায় কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে আমানত বৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ হারে।

দেশের অন্যতম সার্বজনীন ব্যাঙ্ক- বন্ধন ব্যাঙ্ক চলতি ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল আজ ঘোষণা করল। সঙ্কটজনক অর্থনৈতিক অবস্থার মধ্যেও ব্যাঙ্ক তার ব্যবসা বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পেরেছে।  

৩০শে জুন, ২০২১ অবধি বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১.৫৭ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্কের ছয় বছরের কার্যকালে দেশ জুড়ে ৫৫৭৪ গুলি ব্যাঙ্কিং আউটলেট ও শাখার মাধ্যমে ২.৩৫ কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা এখন ৫১০৫৪।  

বন্ধন ব্যাঙ্কের আমানতের বহর গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম  ত্রৈমাসিকে ২৮ শতাংশ হারে বেড়েছে। বর্তমানে মোট আমানতের পরিমান ৭৭৩৩৬ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) ৪৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল ৪৩ শতাংশ। এই সময়কালে ব্যাঙ্কের রিটেল আমানত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, গত অর্থবর্ষের তুলনায় তা ৩৬% হারে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৭০৮৫ কোটি টাকা। মোট আমানত-এর মধ্যে রিটেল  ব্যবসার অনুপাত বৃদ্ধি পেয়েছে ৮৩%।  
 
বন্ধন ব্যাঙ্কের ঋণের খাতাতেও বৃদ্ধি হয়েছে। গত অর্থবর্ষের প্রথম  ত্রৈমাসিকে গ্রাহকদের প্রদত্ত ঋণের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমান  এখন ৮০১২৮ কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যে কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে। বন্ধন ব্যাঙ্কের সিএআর এখন ২৪.৮ শতাংশ। যা প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই  বেশি। 

বৃদ্ধির পরবর্তী পর্যায়ে বন্ধন ব্যাঙ্ক সকল ভারতবাসীর আর্থিক প্রয়োজনীয়তা পূরণ করার মতো প্রতিষ্ঠানে পরিণত হতে চায় যাতে সব ধরনের লেনদেন - এমনি ডিজিটাল লেনদেন ও করা সম্ভব হয় সব ধরণের পরিষেবা বা পণ্যের জন্য। 

Advertisement

এই রূপান্তরের জন্য ব্যাঙ্ক যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করেছে, যার সুফলগুলি আগামী বছরগুলিতে দৃশ্যমান হবে। ব্যাঙ্ক এসএমই ঋণ, স্বর্ণ ঋণ, ব্যক্তিগত ঋণ এবং গাড়ি ঋণের মতো ক্ষেত্রে পোর্টফোলিও বিস্তার করেছে। দেশব্যাপী আরও বেশি ভারতীয়দের কাছে বিশ্বমানের ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বাইরে শাখাগুলির সম্প্রসারণ করা হয়েছে। ব্যাঙ্ক উন্নত প্রযুক্তির পরিকাঠামো বাস্তবায়ন করছে যা গ্রাহকদের নিরবিচ্ছন্ন এবং সুরক্ষিত ব্যাঙ্কিং পরিষেবাগুলি প্রদানে সহায়তা করবে।

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ বলেন, “এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্ক এর ব্যবসায়িক বৃদ্ধি আমাদের সম্মানীয় গ্রাহকদের আমাদের উপর বিশ্বাস রাখার ফলে হয়েছে। আমি ব্যাঙ্কের গ্রাহকদের ধন্যবাদ জানাই তাঁদের সহযোগিতার জন্য যা বন্ধন ব্যাঙ্ককে লক্ষ লক্ষ ভারতবাসীর কাছে পছন্দের ব্যাঙ্কিং পার্টনার করে তুলেছে।"
 

Advertisement