scorecardresearch
 

September Bank Holidays : সেপ্টেম্বরে ১৫ দিন ছুটি ব্যাঙ্ক, কোন কোন তারিখ? রইল তালিকা

ছুটি দিয়েই শুরু হবে সেপ্টেম্বর মাস। ১ সেপ্টেম্বর হল রবিবার। সেদিন সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী মাসে অনেক রাজ্যে বড় উৎসবও রয়েছে।

Advertisement
Bank Holiday In September (File Photo) Bank Holiday In September (File Photo)
হাইলাইটস
  • সেপ্টেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন
  • এতদিন ছুটি থাকার ফলে আগে থেকেই ব্যাঙ্কের কাজ সেরে নেওয়া ভালো
  • কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন।

অগাস্ট মাসের আর তিনদিন বাকি। তারপরই সেপ্টেম্বর পড়বে। আগামী মাসে একাধিক ক্ষেত্রে বড়সড় পরিবর্তন দেখা যাবে। একইসঙ্গে ব্যাঙ্কেও অনেক ছুটি রয়েছে। সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কে প্রায় ১৫ দিন ছুটি রয়েছে। সেজন্য ব্যাঙ্কের কোনও কাজ থাকলে এখনই তা সেরে নিন। না হলে বিপদে পড়তে হতে পারে। আসুন দেখে নিই রিজার্ভ ব্যাঙ্কের হলিডে লিস্ট। 

ছুটি দিয়েই শুরু হবে সেপ্টেম্বর মাস। ১ সেপ্টেম্বর হল রবিবার। সেদিন সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী মাসে অনেক রাজ্যে বড় উৎসবও রয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ব্যাঙ্ক হলিডে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রধানত রয়েছে, গণেশ চতুর্থী। এছাড়াও ওনাম। 

আসুন দেখি তালিকা। ১ সেপ্টেম্বর রয়েছে সাপ্তাহিক ছুটি। ৪ সেপ্টেম্বর ধর্মীয় উৎসবের কারণে বন্ধ থাকবে গুয়াহাটি। ৭ তারিখে গণেশ চতুর্থী। সেদিন দেশের একাধিক রাজ্য ও শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৮ তারিখ রবিবার ছুটি থাকবে ব্যাঙ্ক। ১৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় শনিবার সেই কারণে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। তারপরের দিনই ফের ছুটি রবিবারের কারণে। ১৬ সেপ্টেম্বর বারাওয়াফতের জন্য ছুটি থাকবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল ও জম্মু। ১৭ সেপ্টেম্বর রয়েছে মিলাদ উল নবি। গ্যাংটক ও রায়পুরে ছুটি রয়েছে সেদিন। ১৮ সেপ্টেম্বর গ্যাংটকে ছুটি। ১৮ তারিখেও ছুটি ফের গ্যাংটকে। ২০ তারিখে জম্মু ও শ্রীনগরে ছুটি। ২১ তারিখ শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস। সেদিনও একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২২ সেপ্টেম্বর ছুটি রবিবার। সেই কারণে সব ব্যাঙ্ক বন্ধ। ২৩ তারিখ মহারাজা হরি সিংয়ের জন্মদিন। ছুটি থাকবে জম্মু ও কাশ্মীর। ২৮ সেপ্টেম্বর চতুর্থ শনিবার। সেদিনও দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ। ২৯ তারিখ রবিবার। সব জায়গা ছুটি। 

আরও পড়ুন

ব্যাঙ্কগুলিতে ঘোষিত ছুটির তালিকা RBI ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে। এই লিঙ্কে ক্লিক করলেও https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx দেখতে পারেন। তবে কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্বারা ঘোষিত এই ছুটিগুলি বিভিন্ন রাজ্যে আলাদা হতে পারে। কারণ এই ছুটির তালিকাটি বিভিন্ন রাজ্যে সংঘটিত অনুষ্ঠান বা উৎসবের ভিত্তিতে তৈরি করা হয়।

Advertisement

ব্যাঙ্কে ছুটির দিনগুলো বিভিন্ন রাজ্যে পালিত উৎসব বা সেই রাজ্যগুলিতে সংঘটিত অন্য ইভেন্টগুলির উপরও নির্ভর করে। তবে, ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকা সত্ত্বেও, ঘরে বসেই অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করতে পারেন। লেনদেনের মতো সব কাজই করতে পারেন।
 

Advertisement