scorecardresearch
 

Budget 2024: বাজেটে আয়করে ছাড়? মধ্যবিত্তদের 'গিফট' দেওয়ার তোড়জোড় শুরু

Budget 2024: মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর আয়কর ছাড়ের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে অর্থ মন্ত্রক। বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিতে এখন মন্ত্রক আয়কর ছাড় সংক্রান্ত বিকল্পগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছিলেন, 'মধ্যবিত্তরা দেশের উন্নয়নের চালিকাশক্তি এবং তাদের কল্যাণ ও সুবিধাই আমাদের অগ্রাধিকার।'

Advertisement
Budget 2024 Budget 2024
হাইলাইটস
  • বাজেটে আয়কর ছাড় দেওয়া হতে পারে
  • মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানোর প্রস্তুতি
  • ৫ বছর ধরে খালি হাতে মধ্যবিত্ত

নির্বাচনের আগের বছরের বাজেটে (Budget 2024) সরকার কল্পতরু হয়, তার দীর্ঘ অতীত রয়েছে ভারতে। অনেক সময় দেখা গিয়েছে, আয়কর (Incmome Tax 2024) দাতাদের করের বোঝা কমানোর মতোও উপহার দেওয়া হয়েছে। যদি এবারের অনুমান সঠিক হয়, তাহলে এই প্রথমবার নির্বাচনের পরের বাজেটে করদাতাদের বোঝা কমানোর ঘোষণা হতে পারে বাজেটে।

বাজেটে আয়কর ছাড় দেওয়া হতে পারে

গত ৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দেশের মধ্যবিত্ত শ্রেণি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তাতে বাজেটে করের বোঝা কমানোর বা আয়করে ছাড়ের আশা করা যাচ্ছে। কারণ, মধ্যবিত্তের হাতে আরও টাকা দিতে সচেষ্ট হতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যাতে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। Budget 2024-25 এ বড় উপহার আশা করতে পারে দেশের মধ্যবিত্ত শ্রেণি।

আরও পড়ুন

মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানোর প্রস্তুতি

মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর আয়কর ছাড়ের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে অর্থ মন্ত্রক। বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিতে এখন মন্ত্রক আয়কর ছাড় সংক্রান্ত বিকল্পগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছিলেন, 'মধ্যবিত্তরা দেশের উন্নয়নের চালিকাশক্তি এবং তাদের কল্যাণ ও সুবিধাই আমাদের অগ্রাধিকার।'

তিনি বলেন, 'মধ্যবিত্তরা যাতে কিছু টাকা বাঁচাতে পারে এবং তাদের জীবন সহজ করতে পারে, সেই জন্য আমরা একটি নীতি তৈরি করব।' স্পষ্টতই, প্রধানমন্ত্রীর এই বক্তব্য বাজেটের আগে অনেক জল্পনা-কল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তদের সঞ্চয় সুবিধা দেওয়ার কাজ শুরু হয়েছে বলেও তথ্য উঠে আসছে।

৫ বছর ধরে খালি হাতে মধ্যবিত্ত

গত পাঁচ বছরে কোনও আয়কর ছাড় না দেওয়ায় জোট সরকারের এ দিকে কাজ করা জরুরি হয়ে পড়েছে। গত ৫ বছরে, সরকার শুধুমাত্র নতুন কর ব্যবস্থা প্রয়োগ করেছিল, যার মধ্যে ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর ধার্য করা হয় না।

Advertisement

এখন আয়কর স্ল্যাব পরিবর্তনের জন্য অর্থ মন্ত্রকে আলোচনা চলছে যাতে মধ্যবিত্তদের সঞ্চয় করার জন্য কিছু টাকা থাকতে পারে। করের হার পরিবর্তনের ফলে সঞ্চয় হওয়া মধ্যবিত্তের ভোগ বৃদ্ধি করবে যা ভারতীয় অর্থনীতির জন্য শেষ পর্যন্ত উপকারী। ইনকাম ট্যাক্স রিটার্ন (আইটিআর) দাখিল করা লোকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আট কোটি ছাড়িয়েছে, যা সরকারের জন্য আয়করের ক্ষেত্রে ত্রাণ দেওয়ার সুযোগ তৈরি করেছে।

Advertisement