scorecardresearch
 

Campus Activewear IPO : আজ থেকেই এই IPO-তে বিনিয়োগের সুযোগ, কেমন লাভের সম্ভাবনা?

বাজার পর্যবেক্ষকদের মতে, সোমবার ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম (জিএমপি) বেড়ে হয়েছে ৮৫ টাকা। যেখানে শনিবার তা ছিল প্রায় ৫৩ টাকা। আইপো ওয়াচের মতে, সোমবার এর জিএমপি ৬০ টাকার কাছাকাছি ছিল।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ২৮ এপ্রিল পর্যন্ত করা যাবে বিনিয়োগ
  • একটি লটে থাকছে ৫১টি শেয়ার
  • অ্যালটমেন্ট হতে পারে আগামী ৪ মে

শেয়ার বাজারে পতনের কারণে IPO লঞ্চিংয়ের গতি কিছুটা কমে গিয়েছিল। তবে ফের ধীরে ধীরে এগোচ্ছে সংস্থাগুলি। এরই মাঝে আজ খুলছে Campus Activewear IPO। ২৮ এপ্রিল পর্যন্ত এই আইপিও-তে বিনিয়োগ করা যাবে। শেয়ার প্রতি এর Price Band করা হয়েছে ২৭৮-২৯২ টাকা। 

আজ থেকেই বিনিয়োগের সুযোগ
Campus Activewear এই পাব্লিক ইস্যুতে ৪৭,৯৫০,০০০ ইক্যুইটি শেয়ার জারি করে ১৪০০.১৪ কোটি টাকা তুলবে। একটি লটে ৫১টি শেয়ার থাকছে। বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১৩টি লটের জন্য আবেদন করতে পারবেন। এটি পুরোপুরি অফার ফর সেল  (OFS) আইপিও। 

আইপিও খোলার আগেই গ্রে মার্কেটে এটি নিয়ে উৎসাহ দেখা গিয়েছে। এর গ্রে মার্কেট প্রিমিয়াম (GMP) ক্রমাগত বাড়ছে। রবিবার ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যারের আইপিওর জিএমপি ছিল প্রায় ৬০ টাকা।

বাজার পর্যবেক্ষকদের মতে, সোমবার ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম (জিএমপি) বেড়ে হয়েছে ৮৫ টাকা। যেখানে শনিবার তা ছিল প্রায় ৫৩ টাকা। আইপো ওয়াচের মতে, সোমবার এর জিএমপি ৬০ টাকার কাছাকাছি ছিল।

এহেন পরিস্থিতিতে এই আইপিও ভাল সাড়া পেতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে, এই আইপিও ইস্যু প্রাইস থেকে ১৫-২০ শতাংশ প্রিমিয়ামে গ্রে মার্কেটে লেনদেন হচ্ছে। 

ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যারের আইপিও অ্যালটমেন্ট আগামী ৪ মে হতে পারে। পাবলিক ইস্যুটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE), উভয় ক্ষেত্রেই তালিকাভুক্ত হবে। ৯ মে এর লিস্টিং করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনদমদমে প্ল্যাটফর্মে বসেই রোজ দই-ভাত খাইয়ে দেন কুকুরটিকে, VIDEO VIRAL 

 

Advertisement