scorecardresearch
 

DA Hike: দীপাবলির আগেই DA ঘোষণা, কত হারে বাড়বে টাকা? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা সুখবর পেতে পারেন। মহার্ঘ ভাতা বা ডিএ বাড়াতে পারে মোদী সরকার। কালীপুজোর আগেই ডিএ ঘোষণা করা হতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়ানো হতে পারে। গত ৯ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। সূত্রের দাবি, ৩১ অক্টোবর দীপাবলির মুখেই ডিএ ঘোষণা করা হতে পারে। 

Advertisement
ডিএ ঘোষণা করতে পারে সরকার। ডিএ ঘোষণা করতে পারে সরকার।
হাইলাইটস
  • দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা সুখবর পেতে পারেন।
  • মহার্ঘ ভাতা বা ডিএ বাড়াতে পারে মোদী সরকার।
  • তবে এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি।

দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা সুখবর পেতে পারেন। মহার্ঘ ভাতা বা ডিএ বাড়াতে পারে মোদী সরকার। কালীপুজোর আগেই ডিএ ঘোষণা করা হতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়ানো হতে পারে। গত ৯ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। সূত্রের দাবি, ৩১ অক্টোবর দীপাবলির মুখেই ডিএ ঘোষণা করা হতে পারে। 

অন্য দিকে, এ-ও জল্পনা ছড়িয়েছে যে, আরও একটি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেই বৈঠকেই ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

উল্লেখ্য, প্রতিবছরই উৎসবের মরশুমে ডিএ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। দুর্গাপুজো মিটলেও এখনও ডিএ ঘোষণা করা হয়নি। সামনেই রয়েছে দীপাবলি। তার আগেই ডিএ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

কত ডিএ বাড়তে পারে?

মনে করা হচ্ছে, এবার ৩ শতাংশ ডিএ বাড়াতে পারে মোদী সরকার। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ। ৩ শতাংশ ডিএ বাড়লে তা দাঁড়াবে ৫৩ শতাংশে। ১ জুলাই ২০২৪ সাল থেকে কার্যকর করা হবে। ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা এর সুবিধা পাবেন। শুধু তাই নয়, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের এরিয়ারও (বকেয়া) পাবেন কর্মীরা। 

গত বছরও দীপাবলির আগে ডিএ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ফলে এবারও উৎসবের মরশুমে ডিএ ঘোষণা করা হলে বাড়তি প্রাপ্তি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। 
এখন দেখার দীপাবলির আগে ঠিক কবে ডিএ ঘোষণা করে সরকার। 

TAGS:
Advertisement