পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য বড় খবর। দশমী থেকে দীপাবলির মধ্যে ডিএ (Dearness Allowance) বাড়ানোর জল্পনা শুরু হয়েছিল। তবে তারও আগে ডিএ বাড়িয়ে দিল সরকার। সূত্র মারফত এই খবর মিলেছে। এই খবর সামনে আসার পর খুশি সরকারি কর্মীরা।
আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ নিয়ে বৈঠকে বসেছে। সূত্রের খবর, এই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ ডিএ পেয়ে থাকেন। ৪ শতাংশ বাড়ার ফলে ৪৬ শতাংশ হবে।
এই বৃদ্ধি ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থা্ৎ জুলাই থেকে অক্টোবরের সময়ের যে বকেয়া সেটা সহ মোটা টাকা অ্যাকাউন্টে ঢুকবে সরকারি কর্মীদের। এই ঘোষণার ফলে ৪৭ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হতে পারে।
মহার্ঘ ভাতা (DA) হল সরকার কর্তৃক সরকারি কর্মচারীদের দেওয়া ভাতা। সরকারি কর্মী ও পেনশনভোগীরাও পান এই ভাতা। মহার্ঘ ভাতা AICPI এর উপর ভিত্তি করে নির্ধারিত হয়।
সূত্রের খবর, মন্ত্রিসভা অনুমোদন করেছে ডিএ। অর্থাৎ অক্টোবরেই অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের খাতে। মন্ত্রিপরিষদের মতে, মহার্ঘ ভাতার বর্ধিত হারের কারণে সরকারি কোষাগারে প্রায় ১৭ হাজার কোটি টাকার আর্থিক বোঝা পড়বে।
প্রসঙ্গত, মহার্ঘ ভাতার সুবিধা ছাড়াও, কর্মচারীদের অ্যাডহক বোনাসও দেওয়া হবে এবং রেলের কর্মচারীদের দীপাবলি বার্ষিক বোনাসও দেওয়া হবে। এই পরিস্থিতিতে কর্মীদের দীপাবলিতে ব্যয় করার জন্য ভাল পরিমাণ অর্থ থাকবে। এ ছাড়া ৩ মাসের বকেয়াও দেওয়া হবে।
কীভাবে 4 শতাংশ মহার্ঘ ভাতা গণনা করা হয়েছিল?
কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) AICPI-IW দ্বারা নির্ধারিত হয়। 7th CPC DA% = [{AICPI-IW এর গড় (বেস ইয়ার 2001=100) গত 12 মাসের জন্য – 261.42}/261.42x100]
=[{382.32-261.42}/261.42x100]= 46.24। হিসাব থেকে স্পষ্ট যে মহার্ঘভাতা বেড়েছে ৪ শতাংশ।
ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কতটা লাভবান হবেন ? মাসে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর'বেসিক পে' যদি ২০,০০০ টাকা হয়ে থাকে, তাহলে ৪২ শতাংশ ডিএ হারে এতদিন তাঁরা মাসে মহার্ঘ ভাতা বাবদ ৮,৪০০ টাকা পেতেন। এবার সেটা বেড়ে ৪৬ শতাংশ হল। মাসে ডিএ বাবদ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন ৯,২০০ টাকা। অর্থাৎ মাসে ডিএ বাবদ ৮০০ টাকা বেশি পাবেন।