ধনতেরাস উপলক্ষে গোটা দেশজুড়েই চলে সোনা ও রুপোর বিকিকিনি। এবার অনেকেই আশা করেছিলেন, ধনতেরাসে সোনার দাম কমবে, কিন্তু তা হয়নি। তবে রুপো বিক্রি বেড়েছে। এ ছাড়া ধনতেরাস উপলক্ষে অন্যান্য জিনিসপত্রও কেনাবেচা বয়েছে। সোনা-রুপো ছাড়াও গাড়ি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, বাসনপত্র, পোশাক এবং অন্যান্য পণ্য কিনেছেন ক্রেতারা। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (ক্যাট) পরিসংখ্যান বলছে, এ বছর ধনতেরাসে ৬০ হাজার কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে। গত বছর টার্নওভার ছিল ৫০ হাজার কোটি টাকা। ফলে চলতি বছর তা ২০ শতাংশ বেশি।
২০ হাজার কোটি টাকার সোনা বিক্রি
ধনতেরাসে বেশিরভাগ ক্রেতাই সোনা এবং রুপো (Gold And Silver Rates) কেনেন। যে কারণে ধনতেরাস উপলক্ষে সোনা এবং রুপোর কেনাকাটা বেড়ে যায়। অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশনের জাতীয় সভাপতি পঙ্কজ অরোরা বলেন,'দাম বাড়লেও এই ধনতেরাসে সোনা এবং রুপোর দুর্দান্ত বিক্রি হয়েছে। সারা দেশে ২০ হাজার কোটি টাকার সোনা এবং ২৫০০ কোটি টাকার রুপো কেনা হয়েছে। অনুমান,প্রায় ৩০ টন সোনা বিক্রি হয়েছে। যার দাম ২০ হাজার কোটি টাকারও বেশি। এই সময়ে ২৫০ টন রূপো বিক্রি হয়েছে। যার মূল্য ২৫০০ কোটি টাকার বেশি। গত বছর সোনা ও রুপো বিকিয়েছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা।
১৫ শতাংশ কমেছে সোনার বিক্রি
ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আইবিজেএ) সুরেন্দ্র মেহতা বলেন,'রুপো বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ। সোনা বিক্রির পরিমাণ ১৫ শতাংশ কমেছে। রুপোর ব্যবহারিক মূল্য বেশি'। মেহতার মতে,এই ধনতেরাসে সোনার বিক্রি ৩৫ টনে পৌঁছতে পারে। যা গত বছরের বিক্রি ৪২ টন থেকে কম। গত দীপাবলি থেকে সোনার দাম বেড়েছে ৩০ শতাংশ। মঙ্গলবার ১০ গ্রাম স্ট্যান্ডার্ড সোনার দাম ৭৮,৪৩০ টাকা ছিল। যা আগের তুলনায় ০.৬ শতাংশ বেশি।
গাড়ির বিক্রি ২৫ শতাংশ বাড়তে পারে
অটোমোবাইল শিল্প সংস্থা FADA-র পরিসংখ্যান বলছে, ধনতেরাসে গাড়ি এবং দুই চাকার বিক্রি ২০ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। দশেরার সময় এই বৃদ্ধি ছিল ৫ থেকে ১২ শতাংশ। দীপাবলিতে এই বিক্রির সংখ্যা দ্বিগুণ হতে পারে। ধনতেরাসে গাড়ির বিক্রি ১০ শতাংশ বাড়তে পারে। টু-হুইলারের বিক্রি ১৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে, শিল্প সংস্থা SIEMA জানিয়েছে,ধনতেরাসের দিনে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনের পাশাপাশি স্মার্টফোনের বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে।