PF নিয়ে বড় আপডেট। বাজেটের আগে (EPFO) ইপিএফও সদস্যদের জন্য সুখবর। EPFO-তে সুদের হার বৃদ্ধির অনুমোদন দিল অর্থমন্ত্রক। এবার থেকে নতুন হারে সুদ পাবেন EPFO-গ্রাহকরা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে EPFO-র তরফে ঘোষণা করা হয়েছিল ২০২৩-২৪ অর্থ বছরে তারা ৮.২৫ শতাংশ হারে সুদের হার দেবে।তবে সেটা অনুমোদনের অপেক্ষায় ছিল। তবে আজ বৃহস্পতিবার EPFO-র তরফে জানানো হয়, তাদের সুদের হার বৃদ্ধির প্রস্তাবকে অনুমোদন দিয়েছে সরকার।
এক্স হ্যান্ডেলে EPFO জানিয়েছে, ২০২৩-২৪ আর্থিক বছরে ৮.২৫% হারে সুদ দেওয়া হবে। তা নোটিফাই করেছে সরকার। এখন কর্মচারীরা তাঁদের অ্যাকাউন্টে পিএফের সুদ জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন।
এর আগে EPFO-র তরফে জানানো হয়েছিল, চলতি আর্থিক বছরে পিএফ-এর সুদ বাড়ানো হবে। তখনই জানানো হয়েছিল, PF-এর সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হবে। EPFO-র সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা CBT-এর এই সিদ্ধান্তের পর এই নতুন প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়। সেটারই অনুমোদন দিল অর্থমন্ত্রক।
গত বছরের ২৮ মার্চ, EPFO-এর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের জন্য ৮.১৫ শতাংশ সুদের হার ঘোষণা করেছিল। তার আগে সুদের হার ছিল ৮.১০ শতাংশ। সুদ কমানোর ফলে ক্ষুব্ধ হয়েছিলেন গ্রাহকরা। সেটাই ছিল EPF-এর চার দশকের সর্বনিম্ন সুদের হার। ১৯৭৭-৭৮ আর্থিক বছরে, EPF সুদের হার ছিল ৮ শতাংশ।
প্রসঙ্গত, EPFO বেসরকারি সেক্টরে কর্মরত কর্মীদের পিএফ অ্যাকাউন্টে প্রতি বছর সুদের হার ঘোষণা করে। প্রায় ৭ কোটি কর্মী কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। EPFO সুদের সিদ্ধান্ত নেওয়ার পরে, অর্থমন্ত্রক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কর্মচারী ভবিষ্যৎ তহবিল অ্যাকাউন্টে সুদ বছরে একবার দেওয়া হয়। সেটা ৩১ মার্চ।