scorecardresearch
 

Fixed Deposit Interest Rates: দেশের এই বড় ব্যাঙ্কের বাম্পার অফার, ফিক্সড ডিপোজিটে সুদ ৭.৭৫%

গত কয়েক মাস ধরে মূল্যবূদ্ধি নিয়ন্ত্রণ করতে টানা রেপো রেট বাড়িয়েছে আরবিআই। তার জেরে সরকারি-বেসরকারি সব ব্যাঙ্কেই বেড়েছে এফডি-তে সুদের হার। এবার আরও বেশি সুদে বিনিয়োগের সুযোগ দিচ্ছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক।

Advertisement
HDFC Bangk FD Rates HDFC Bangk FD Rates
হাইলাইটস
  • এইচডিএফসি ব্যাঙ্কের বাম্পার অফার।
  • সীমিত সময়ের জন্য উপলব্ধ।

সুদের হার ৭.৭৫ শতাংশ। অবাক হচ্ছেন? ঠিক এই সুদের হারেই ফিক্সড ডিপোজিটের সুযোগ দিচ্ছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। এফডি-তে বিনিয়োগের পরিকল্পনা করে থাকলে এটা দুর্দান্ত সুযোগ। তবে এই অফার সীমিত সময়ের জন্য। তাই এফডি-তে সঞ্চয়ের পরিকল্পনা থাকলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। 

গত কয়েক মাস ধরে মূল্যবূদ্ধি নিয়ন্ত্রণ করতে টানা রেপো রেট বাড়িয়েছে আরবিআই। তার জেরে সরকারি-বেসরকারি সব ব্যাঙ্কেই বেড়েছে এফডি-তে সুদের হার। এবার আরও বেশি সুদে বিনিয়োগের সুযোগ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাঙ্ক ওয়েবসাইটে জানিয়েছে,'বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম আনল HDFC ব্যাঙ্ক। ৭.২০% সুদ মিলছে ৩৫ মাসের বিনিয়োগে। ৫৫ মাসের মেয়াদে সুদ ৭.২৫%। আর কী চাই? তাড়াতাড়ি করুন। ০.৫০% অতিরিক্ত সুদ পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা। এই অফার সীমিত সময়ের জন্য এই অফার বৈধ!' 

বিশেষ সুদের হার

আরও পড়ুন

২ বছর ১১ মাস ৭.২০%
৪ বছর ৭ মাস ৭.২৫%

সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত এফডি রেট

২ বছর ১১ মাস- ৭.৭০%
৪ বছর ৭ মাস- ৭.৭৫%
  
অন্যান্য এফডি রেট 

৬ মাস ১ দিন থেকে ৯ মাস- ৫.৭৫%
৯ মাস ১ দিন থেকে- ১ বছর- ৬.০০%
১ বছর থেকে ১৫ মাস- ৬.৬০%
১৫ মাস থেকে ১৮ মাস- ৭.১০%
২ বছর ১১ মাস ১ দিন থেকে ৩ বছর- ৭.০০%
৫ বছর ১ দিন থেকে ১০ বছর- ৭.০০% 
 

 

Advertisement