বড়দিনের আগে কলকাতায় সোনার দামে বদল ঘটল। বুধবার শহরে সোনার দাম খানিকটা কমে গেল। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে। এখন বিয়ের মরশুম চলছে। আর বিয়ে মানে সোনা থাকবে না, তা আবার হয় নাকি! সোনা শুধু অলঙ্কার নয়, সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। ফলে সোনা সস্তা হওয়ায় স্বস্তিতে ক্রেতারা। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
বুধবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ১৩৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ১৫০ টাকা। অর্থাৎ, সোনার দাম সামান্য কমল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৭৮৪ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৮০০ টাকা। ফলে সোনার দাম খানিকটা কমল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭১ হাজার ৩৫০ টাকা। গতকাল ছিল ৭১ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ৮৪০ টাকা। গতকাল ছিল ৭৮ হাজার টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। অক্টোবর, নভেম্বর মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।