সরকারি ব্যয় সংকোচনের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। সেজন্য সরকারি কর্মচারীদের অপ্রয়োজনীয় খরচ কমানোর নির্দেশ দিল অর্থমন্ত্রক। তারা নির্দেশিকা দিয়ে জানাল,বিমানে চলাফেরা করতে হলে অন্তত তিন সপ্তাহ আগে টিকিট বুক করুন। কাটুন সস্তার টিকিট। একটিই টিকিট বুক করুন। অযথা টিকিট কেটে বাতিল করবেন না।
শুধুমাত্র ৩ জায়গা থেকে বুকিং
শুধুমাত্র তিনটি অনুমোদিত ট্রাভেল এজেন্টের কাছ থেকে টিকিট কিনতে পারবেন সরকারি কর্মচারীরা। সেগুলি হল- বামর লরি অ্যান্ড কোম্পানি, অশোক ট্রাভেল অ্যান্ড ট্যুরস এবং আইআরসিটিসি। এয়ার টিকিট বুকিং সংক্রান্ত নতুন এয়ার টিকিটের নির্দেশিকা অনুযায়ী বিমানে ওঠার ৭২ ঘন্টার কম সময়ের মধ্যে টিকিট বুক বা ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা হলে স্বঘোষিত ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট সরকারি কর্তাকে।
ব্যয় সংকোচন
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ব্যয় দফতরের তরফে বলা হয়েছে, কর্মীদের নিজের শ্রেণি অনুযায়ী উপলব্ধ সবচেয়ে সস্তার উড়ান বেছে নিতে হবে। একটিই ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুক করা শ্রেয়। এই বুকিংয়ে কোনও চার্জ লাগে না। বিমান যাত্রার কমপক্ষে ২১ দিন আগে ফ্লাইট টিকিট বুক করতে হবে। যাতে সবচেয়ে কম ভাড়ায় টিকিট মেলে। এবং কোষাগারের বোঝা কমানো যায়।
বকেয়া পরিশোধের নির্দেশ
সমস্ত মন্ত্রক এবং দফতরকে ভ্রমণ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাভেল এজেন্টদের বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছে ব্যয় দফতর। ৩১ অগাস্টের মধ্যে ট্রাভেল এজেন্টদের বকেয়া পরিশোধ করতে হবে।
বিমান যাত্রা ব্যতিত অন্য কোনও খরচ সরকারি খাতায় যোগ করা যাবে না। পেট্রোল এবং ডিজেলের উপর শুল্ক কমানোয় কোষাগারে চাপ পড়েছে। উপরন্তু আরও কিছু পণ্যের উপর শুল্ক হ্রাস,সারে ভর্তুকি এবং গরিবদের জন্য বিনামূল্যে খাদ্য প্রকল্পের কারণে প্রচুর খরচ হচ্ছে কেন্দ্রের। সেই খরচে লাগাম টানতে ব্যয় সংকোচন করা হচ্ছে।
আগামী মাসেই ডিএ বাড়ার সম্ভাবনা
আগামী মাসে ফের বাড়তে পারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। ৪ থেকে ৫ শতাংশ ডিএ বাড়ার সম্ভাবনা। ৪ শতাংশ ডিএ বাড়লে তা হবে ৩৮ শতাংশ। এর পাশাপাশি করোনাকালে বকেয়া ১৮ মাসে ডিএ সরকার মিটিয়ে দিতে পারে বলেও খবর।
আরও পড়ুন- মাঝপথে LIC পলিসি বন্ধ করলে কত টাকা পাবেন? জানুন নিয়ম